×
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৮
  • ১৭২ বার পঠিত
বিসিবির স্বনামধন্য কোচ জাফরুল এহসান মঙ্গলবার (১৮ জুন) সকালে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুতে শোক বার্তা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬০ বছর।

দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন জাফরুল এহসান। শেষ পর্যন্ত প্রাণঘাতী এই রোগের সঙ্গে লড়াইয়ে হেরে গেলেন তিনি। জাফরুলের মৃত্যুর ব্যাপারটি নিশ্চিত করেছেন তার দীর্ঘদিনের সহকর্মীরা।

২০০৬ সালে বিসিবির সঙ্গে যুক্ত হন জাফরুল। এর পর থেকে ক্রিকেট বোর্ডের বিভিন্ন ভূমিকায় যুক্ত ছিলেন তিনি। হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ ও ব্যাটিং কোচ ছিলেন ২০১৫ থেকে ২০২২ পর্যন্ত।

এর আগে ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ ছিলেন জাফরুল। জাতীয় নারী দলের প্রধান কোচ ছিলেন ২০০৭ থেকে ২০০৮ সাল পর্যন্ত।

জাফরুল কাজ করেছেন বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটিং কোচ হিসেবেও। লেভেল-৩ সার্টিফায়েড কোচ জাফরুল এহসান ন্যাশনাল ক্রিকেট লিগ, বাংলাদেশ ক্রিকেট লিগ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ভিন্ন ভিন্ন দলের কোচিং স্টাফে যুক্ত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat