শুরু হয়েছে ল্যাতিন শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকার ৪৮তম আসর। আগামী মঙ্গলবার ভোরে কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ইতোমধ্যে, উদ্বোধনী দিনেই মাঠে নেমেছিল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যেখানে কানাডার বিপক্ষে ২-০ গোলের দারুণ জয় দিয়ে মিশন শুরু করেছে আলবিসেলেস্তেরা। আগামী মঙ্গলবার ভোরে কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
ব্রাজিল মাঠে নামার আগে ট্রান্সফার মার্কেট ও ফোর্বস ম্যাগাজিনের প্রকাশিত পরিসংখ্যান থেকে জানা গেছে এবারের কোপা আমেরিকায় সবচেয়ে দামি দল। স্কোয়াডের বাজারমূল্যে কোপা আমেরিকায় অংশ নেয়া দলগুলোর মধ্যে ব্রাজিলের অবস্থানই সবার ওপরে। ব্রাজিলের ১২৭ কোটি ইউরোর বাজারমূল্যের বিপরীতে আর্জেন্টিনা দলের বাজারমূল্য ৮০ কোটি ৫০ লাখ।
ব্রাজিল দলে এই মুহূর্তে ইউরোপে দাপট দেখানো বেশ ক’জন তারকা খেলোয়াড় আছেন। ভিনিসিয়াস জুনিয়র–রদ্রিগোরা রিয়াল মাদ্রিদের হয়ে লিগ এবং চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। একই দলের হয়ে ক’দিন পর অভিষেক হবে এনদ্রিকের মতো উদীয়মান তারকারও। এ ছাড়া বার্সেলোনার রাফিনহা ও আর্সেনালের গ্যাব্রিয়েল মার্টিনেল্লির মতো তারকারাও ব্রাজিল দলের স্কোয়াড মূল্য বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছেন।
ব্রাজিলের অবশ্য পরেই অবস্থান করছে আর্জেন্টিনা। তাদের দলের খেলোয়াড়দের সমন্বিত মূল্য ৯২০ মিলিয়ন ডলার। তাদের দলের সবচেয়ে দামি খেলোয়াড় লাউতারো মার্টিনেজ। ইন্টার মিলানে তার মূল্য ১১৮ মিলিয়ন ডলার।
তৃতীয় স্থানে আছে উরুগুয়ে। তাদের দলের সব খেলোয়াড়দের মূল্যের যোগফল ৫৮১ মিলিয়ন ইউরো। তাদের দলের সবচেয়ে দামি খেলোয়াড় ফেদেরিকো ভালভার্দে। রিয়াল মাদ্রিদে যার মূল্য ১২৮ মিলিয়ন ডলার।
এছাড়া এবারের আসরে অংশ নেয়া বাকি ১৩ দলের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের খেলোয়াড়দের মোট মূল্য ৩৪৬ মিলিয়ন ডলার, কলম্বোর ২৮৩ মিলিয়ন, ইকুয়েডর ২২৬ মিলিয়ন, মেক্সিকো ২০৫ মিলিয়ন, কানাডা ১৮১ মিলিয়ন, প্যরাগুয়ে ১৩৪ মিলিয়ন ও জ্যামাইকা ৯৫ মিলিয়ন।
এ জাতীয় আরো খবর..