×
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৮
  • ১১৩ বার পঠিত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল আরও ভয়াবহ আকার ধারণ করেছে। দিনরাত চেষ্টা করেও নেভানো যাচ্ছে না আগুন। এমনকি দাবানল পৌঁছে গেছে লোকালয়েও।

একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছে ক্যালিফোর্নিয়া। গেল শনিবার রাত থেকে লস অ্যাঞ্জেলেসের উত্তর পশ্চিমে গোরম্যানের প্রায় ৬০ মাইল এলাকায় ছড়িয়ে পড়ে আগুন। 

ইউএসএ টুডে, সিবিএস নিউজসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার দাবানলে পুড়ে গেছে ১৪ হাজার একরেরও বেশি জমি। উচ্চ তাপমাত্রা, কম আদ্রতা আর প্রবল বাতাসের কারণে ব্যহত হচ্ছে নিয়ন্ত্রণের প্রচেষ্টা। 

আগুন লোকালয়েও পৌঁছে যাওয়ায় সরিয়ে নেয়া হয়েছে ওই এলাকার বাসিন্দাদের। জারি করা হয়েছে জরুরি অবস্থা।
 
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে লস অ্যাঞ্জেলেস ফায়ার সার্ভিসের ৭০টি ফায়ারট্রাক, ২টি বুলডোজারসহ প্রায় ৪০০ কর্মী। হেলিকপ্টারে করেও পানি ফেলা হচ্ছে। 
 
ইউএসএ টুডের তথ্যমতে, স্থানীয় সময় সোমবার সকালের দিকে শক্তিশালী ঝোড়ো হাওয়ায় আগুনের শিখা অন্তত ১৫ হাজার ৬১০ একর পাহাড়ি জমিতে ছড়িয়ে পড়ে। 

এদিকে, এই আগুনের কারণ তদন্ত করছে স্থানীয় কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat