×
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৫
  • ৫২ বার পঠিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ শুনেই যেন পড়িমড়ি করে ছুটে আসে একদল খরগোশ৷

শনিবার (১৫ জুন) সকালে গণভবনে কৃষক লীগ আয়োজিত তিন মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন উপলক্ষে গণভবন প্রাঙ্গণে বৃক্ষ রোপণ শেষে খরগোশের ঘরের সামনে গেলে বিরল এ দৃশ্যের অবতারণা হয়।

পরে গণভবনের সবুজ চত্বরে আমলকী-কালোজাম-পলাশের চারা রোপণ শেষে কিছু সময় কর্মকর্তাদের নিয়েই সেখানে হাঁটেন প্রধানমন্ত্রী৷ এরই এক ফাঁকে তিনি ঘুরে-ঘুরে দেখেন কেমন আছে তার পোষা প্রাণীগুলো?


সেখানে উপস্থিত কর্মকর্তারা জানান, খরগোশের ঘরের সামনে গিয়ে একটু ডাকতেই গাজর হাতে দাঁড়িয়ে থাকা প্রধানমন্ত্রীর পায়ের কাছে এসে ভিড় করে খরগোশগুলো৷

উল্লেখ্য, গণভবন প্রধানমন্ত্রীর বাসভবনের পাশাপাশি খামারবাড়ি হিসেবে পরিণত হয়েছে; এ কথা সরকারপ্রধান নিজেই বলে থাকেন প্রায় সময়৷
 
তার ভাষ্যমতে, কৃষিপ্রধান বাংলাদেশের চিরায়ত এই ঐতিহ্য তিনি সবসময় বজায় রাখতে চেয়েছেন নিজের চর্চায়৷ গণভবনে একজন প্রধানমন্ত্রীর মাছ চাষ, গৃহপালিত পশু-পাখি পালন, কৃষিজ-ফলদ ও বনজ গাছ লাগানোই শুধু নয়; যত্নে-স্নেহে গড়া সেই পরিশ্রমে পাওয়া ফল যাতে উৎসাহ সঞ্চার করে দেশের আপামর সাধারণ মানুষের মধ্যে৷

এর আগেও অবসরে গণভবনের লেকে বঙ্গবন্ধুকন্যার হুইল বড়শি দিয়ে মাছ ধরা কিংবা মাছেদের খাবার দেয়ার ছবি জনসম্মুখে এলে, সেসবও ব্যাপক সাড়া ফেলে সামাজিক পরিসরে৷

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এ প্রসঙ্গে সময় সংবাদকে জানান, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভীষণ রকমের একজন কৃষিপ্রেমী ও গৃহস্থ মনোভাবাপন্ন একজন মানুষ৷ শত ব্যস্ততার মধ্যেও তিনি গণভবনে গড়ে তোলা খামারবাড়ির খোঁজ নিতে ভুল করেন না৷ তার যত্ন-আত্তি থেকে বাদ পড়ে না বীজতলা থেকে ফসলের প্লট, চারা থেকে গাছ; এমনকি পোষা প্রাণীগুলোও৷’
 
কর্মকর্তারা আরও জানান, ভীষণ রকমের ব্যস্ত কর্মসূচি থেকে একটু সময় বের করতে পারলেই সরকারপ্রধান ছুটে যান গণভবনের সবুজ চত্বরে৷

গণভবন লেকের মাছ, সেখানে উৎপাদিত কৃষিজ-ফলদ পণ্যসহ চাষের সবকিছুই সবার জন্য উজাড় করে দেন সরকারপ্রধান৷ গণভবনের শাকসবজি মাঝেমধ্যে অতিথি ও কর্মকর্তা-কর্মচারীদেরও উপহার হিসেবে পাঠান তিনি৷

খোদ একটি দেশের সরকারপ্রধান তথা জাতির পিতার কন্যা হয়েও, তার এই নজিরবিহীন কৃষিপ্রেম প্রশংসিত দেশ-বিদেশে৷

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat