×
  • প্রকাশিত : ২০২৪-০৫-০৮
  • ৮২ বার পঠিত
বঙ্গোপসাগরে গ্যাস অনুসন্ধানে অংশ নিতে বিশ্বের বহুজাতিক সাত কম্পানি দরপত্র এবং মাল্টি ক্লায়েন্ট সার্ভের তথ্য-উপাত্ত (ডাটা) কিনেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গত মার্চে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করার পর আজ বুধবার রাজধানীর একটি হোটেলে এ সংক্রান্ত এক সেমিনার শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, বাংলাদেশের সমুদ্রে কাজ করার বিশ্বের বিভিন্ন বহুজাতিক কম্পানির মধ্যে অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন, করছেন। আজকের সেমিনারেও ১৫ টির বেশি আন্তর্জাতিক কম্পানী অংশ নিয়েছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, চলতি বছরে আহ্বান করা দরপত্রে দেশের স্বার্থের পাশাপাশি বিনিয়োগকারী কম্পানীর স্বার্থও দেখা হয়েছে। ফলে আমরা এবারের দরপত্র নিয়ে বেশ আশাবাদী।

প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, আগের দরপত্রের তুলনায় নতুন দরপত্রে অনেক পার্থক্য। এখন অনেক সুবিধা বেড়েছে।

এখন দুই পক্ষের জন্যই লাভজনক চুক্তি করা হচ্ছে। আমরা মধ্যম পন্থা অবলম্বন করে একটি পিএসসি (প্রডাক্ট শেয়ারিং কন্ট্রাক্ট) করেছি।' 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat