×
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৩
  • ১৯৬ বার পঠিত
রাজধানীর মেট্রোরেলে একজন পকেটমার ধরা পড়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরের দিকে ওই পকেটমারকে ধরেন মেট্রোর যাত্রীরা।

ঘটনার পরপরই ট্রাফিক অ্যালার্ট নামে একটি ফেসবুক গ্রুপে ভোমর ধীমান নামে একজন বিষয়টি নিয়ে পোস্ট দেন। তিনি ওই ট্রেনে ছিলেন বলে জানান। পোস্টের কমেন্টগুলো থেকে জানা যায়, মতিঝিল থেকে উত্তরাগামী ট্রেনে এই ঘটনা ঘটে।

মেট্রোরেলের একজন কর্মকর্তা পকেটমার ধরা পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কারওয়ানবাজার স্টেশনে ট্রেন থামলে যাত্রীরা নামার সময় একজন পকেটমার হাতেনাতে ধরা পড়ে। পরে তাকে তেজগাঁও থানায় সোপর্দ করা হয়।
  
মেট্রোরেলের সার্বিক নিরাপত্তার পাশাপাশি নিয়ম-শৃঙ্খলা ও অপরাধ দমনে কাজ করছে ‘ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ’ বা ‘এমআরটি পুলিশ’। এছাড়া মেট্রোরেলের সবগুলো স্টেশন এবং কোচ সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার আওতায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat