কুয়েতে অগ্নিকাণ্ডে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। দেশটির পুলিশ রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছেন, আজ বুধবার ভোরে দক্ষিণ কুয়েতের মাঙ্গাফ শহরে একটি ভবনে এই আগুন লাগার ঘটনা ঘটে। এটি শ্রমিকদের আবাসিক ভবন ছিল। স্থানীয় সময় সকাল ৬টায় আগুন লাগার ঘটনাটি কতৃপক্ষকে জানানো হয়।
একজন জ্যেষ্ঠ পুলিশ কমান্ডার রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, ‘যে ভবনটিতে আগুন লেগেছে সেটি শ্রমিকদের জন্য ব্যবহৃত হত এবং সেখানে অনেক শ্রমিক বসবাস করেন। এদের মধ্যে বেশ কয়েক জনকে উদ্ধার করা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আগুন থেকে সৃষ্ট ধোঁয়ার কারণে অনেকের মৃত্যু হয়েছে।’
কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগুনে আহত প্রায় ৪৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। নিহত ৪ জন পুলিশের প্রতিবেদন করা ৩৫ জনের ভিতরে না বাইরে, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ ছাড়া শ্রমিকদের সম্পর্কেও বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে।
সূত্র : আলঅ্যারাবিয়া
এ জাতীয় আরো খবর..