×
  • প্রকাশিত : ২০২৪-০৬-১০
  • ৬২ বার পঠিত
তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। শপথগ্রহণের পরের দিনই সোমবার (১০ জুন) একটি ফাইলে সই করেন তিনি। এর মাধ্যমে দেশটির কৃষকরা পেলেন এক বড় উপহার। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এনডিএ জোট সরকারের অন্যতম প্রকল্প হলো প্রধানমন্ত্রী কিসান নিধি যোজনা। কৃষকদের সহায়তা প্রদানকারী এই প্রকল্পেরই একটি ফাইলে সই করেন মোদি। এ প্রকল্পের আওতাধীন ৯ কোটি ৩০ লাখ কৃষক এক কিস্তির টাকা পেতে চলেছেন। এ জন্য ২০ হাজার কোটি ভারতীয় রুপি বরাদ্দ করা হয়েছে।

ফাইলে স্বাক্ষর করার পর মোদি বলেন, ‘আমাদের সরকার কৃষকদের কল্যাণে দায়বদ্ধ। দায়িত্ব নিয়েই কৃষকদের কল্যাণের সঙ্গে সম্পর্কিত ফাইলে স্বাক্ষর করলাম। আগামী দিনে আমি কৃষক ও দেশের কৃষিক্ষেত্রের জন্য আরো বেশি কাজ করে যেতে চাই।’

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের বরাত দিয়ে গণমাধ্যমটি বলছে, এ পদক্ষেপের মাধ্যমে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরই কৃষকদের মন জয়ের চেষ্টা করলেন মোদি।

দ্বিতীয় দফায় তিন বিতর্কিত কৃষি আইন নিয়ে কৃষকদের বিক্ষোভ দেখেছিল ভারত। ন্যায্য সহায়ক মূল্যসহ বেশ কিছু দাবি-দাওয়া নিয়ে দিল্লির অদূরে কৃষকদের আন্দোলন থামাতে ওই তিন আইন বাতিল করে কেন্দ্রীয় সরকার। এবার শপথ নেওয়ার পরের দিনই কৃষকদের কল্যাণে জোর দেওয়ার কথা বললেন মোদি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat