×
  • প্রকাশিত : ২০২২-০৮-১৯
  • ৪৬ বার পঠিত
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন শুক্রবার জানিয়েছে, ভিডিও ফাঁস হওয়ার জেরে তিনি ড্রাগ টেস্ট করিয়েছেন। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার ফিনিশ প্রধানমন্ত্রীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় তিনি বন্ধুদের সঙ্গে উদ্যাম নৃত্য এবং গান গাইছেন। 

এ ভিডিও ছড়িয়ে পড়ার পর ফিনল্যান্ডের বিরোধী দলীয় নেতা রিক্কা পুরা বলেন, প্রধানমন্ত্রীর উচিত স্বেচ্ছায় ড্রাগ টেস্ট করা। কারণ তাকে নিয়ে সন্দেহ আছে (তিনি হয়ত মাদক সেবন করেন)। 

এমন দাবির পর সত্যি সত্যি ড্রাগ টেস্ট করিয়েছেন ৩৬ বছর বয়সী প্রধানমন্ত্রী সানা মারিন।

এরপর শুক্রবার একটি সাংবাদিক সম্মেলনে সানা মারিন বলেছেন, আমি আমার জীবনে কখনো মাদক সেবন করিনি। 

এদিকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় সানা মারিনের সঙ্গে নাচ-গানে যোগ দিয়েছেন সংসদ সদস্য ইমারি নুরমিনেন। তিনি মারিনের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির সদস্য। তাছাড়া দেশটির বিখ্যাত ইউটিউবার, রেডিও ও টিভির উপস্থাপক/উপস্থাপিকারা ছিলেন। 

সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat