রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনে ফিলিস্তিন দূতাবাসের কনস্টেবল মনিরুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহতের বড় ভাই বাদী হয়ে ঘাতক কনস্টেবল কাউসার আহমদকে আসামি করে গুলশান থানায় এ মামলা করেন।
রবিবার গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, মামলার পর কনস্টেবল কাউসারকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার রাত পৌনে ১২টা থেকে ১২টা ৫ মিনিটের মধ্যে রাজধানীর গুলশান-বারিধারার কূটনীতিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের সামনে গুলিতে নিহত হন কনস্টেবল মনিরুল ইসলাম।
এ সময় গুলিবিদ্ধ হয়েছেন জাপান দূতাবাসের এক গাড়িচালক ও এক পথচারী। তাদের মধ্যে জাপান দূতাবাসের গাড়িচালককে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর ওই পথচারীর বিষয়ে কিছু জানা যায়নি।
এ ঘটনার পর ঘটনাস্থলে যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ঘটনার পর সেখানে নিরাপত্তার জন্য মোতায়েন করা হয় সোয়াট টিম। পরে রাত পৌনে ২টার দিকে ঘাতক কনস্টেবলকে হেফাজতে নেয় গুলশান থানা পুলিশ।
এ জাতীয় আরো খবর..