×
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৯
  • ৬৪ বার পঠিত
রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনে ফিলিস্তিন দূতাবাসের কনস্টেবল মনিরুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহতের বড় ভাই বাদী হয়ে ঘাতক কনস্টেবল কাউসার আহমদকে আসামি করে গুলশান থানায় এ মামলা করেন। 

রবিবার গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, মামলার পর কনস্টেবল কাউসারকে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার রাত পৌনে ১২টা থেকে ১২টা ৫ মিনিটের মধ্যে রাজধানীর গুলশান-বারিধারার কূটনীতিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের সামনে গুলিতে নিহত হন কনস্টেবল মনিরুল ইসলাম।

এ সময় গুলিবিদ্ধ হয়েছেন জাপান দূতাবাসের এক গাড়িচালক ও এক পথচারী। তাদের মধ্যে জাপান দূতাবাসের গাড়িচালককে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর ওই পথচারীর বিষয়ে কিছু জানা যায়নি।
এ ঘটনার পর ঘটনাস্থলে যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঘটনার পর সেখানে নিরাপত্তার জন্য মোতায়েন করা হয় সোয়াট টিম। পরে রাত পৌনে ২টার দিকে ঘাতক কনস্টেবলকে হেফাজতে নেয় গুলশান থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat