আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে সুদ বেড়ে হয়েছে ১১ হাজার ৭০০ কোটি টাকা। বাজেটে অভ্যন্তরীণ ও বিদেশি উভয় ঋণের সুদের পরিমাণ বেড়েছে।
২০২৪-২৫ অর্থবছরের বাজেটের খাতভিত্তিক ব্যয় বিশ্লেষণ করে দেখা যায়, অভ্যন্তরীণ ঋণের সুদে ব্যয় ধরা হয়েছে ৯৩ হাজার কোটি টাকা, যা সংশোধিত ২০২৩-২৪ বাজেটে ছিল ৮৯ হাজার ৫০০ কোটি টাকা।
অন্যদিকে বৈদেশিক সুদের পরিমাণ বেড়ে হয়েছে ১ লাখ ১৩ হাজার ৫০০ কোটি টাকা, যা সংশোধিত ২০২৩-২৪ বাজেটে ছিল ১ লাখ ৫ হাজার ৩০০ কোটি টাকা।
এর আগে বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করেন।
'সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার' শীর্ষক এই বাজেটের আকার দেশের ইতিহাসে সবচেয়ে বড়। এবার ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা করা হয়েছে। যা আগের অর্থবছরের (২০২৩-২৪) চেয়ে ৩৬ হাজার কোটি টাকা বেশি।
এটি দেশের ৫৩তম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা চতুর্থ মেয়াদের ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট। আগামী ৩০ জুন এ বাজেট পাস হওয়ার কথা রয়েছে।
এ জাতীয় আরো খবর..