×
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৩
  • ৬২ বার পঠিত
আগামী এক সপ্তাহ সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে বৃষ্টিপাতে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে ঢাকাসহ কয়েক জেলায় বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছুটা কমার কথাও জানানো হয়েছে।

সোমবার আবহাওয়া অধিদপ্তরে নিয়মিত বুলেটিনে পরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। 

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক সাংবাদিকদের বলেন, ‘আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়া সম্ভাবনা রয়েছে।’

তিনি আরও জানান, সপ্তাহজুড়ে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের শঙ্কা করে হচ্ছে। এছাড়া উত্তরাঞ্চল ছাড়া সারা দেশে গরমের অনুভূতি বেশি থাকবে। 

সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় পাবনার ঈশ্বরদী এবং সিরাজগঞ্জের তাড়াশে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। 

আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় সিলেটে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে ২২৭ মিলিমিটার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat