×
  • প্রকাশিত : ২০২৪-০৫-৩০
  • ১৭৯ বার পঠিত
গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১২ জন ভর্তি হয়েছেন। এর বাইরে বরিশাল বিভাগে ৪ জন, ঢাকা বিভাগে ৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন ও খুলনা বিভাগে ২ জন রোগী ভর্তি হয়েছেন। এদিকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ১০৩ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ৫৭ জন এবং ঢাকার বাইরে ৪৬ জন ভর্তি ছিলেন।

এদিকে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশী। এদের মধ্যে ১৯ জন নারী ও ১৭ জন পুরুষ। এছাড়া চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই হাজার ৮৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষ ১ হাজার ৭১২ জন ও নারী ১ হাজার ১২৩ জন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭০৫ জন মৃত্যুবরণ করেন। ডেঙ্গুতে আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat