টি-টোয়েন্টি বিশ্বকাপে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ২০১২ সালে শ্রীলঙ্কা এবং ২০১৬ সালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ক্যারিবিয়ানরা। দুইবারই দলকে নেতৃত্ব দিয়েছেন ড্যারেন সামি। এবার তৃতীয় শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন তিনি।
গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
নিজে ২২ গজে না থাকলেও ক্যারিবিয়ানদের মাঠের পরিকল্পনা সাজাবেন এই সাবেক অলরাউন্ডার। তাই ঘরের মাঠে এবার শিরোপা জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী দুবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও বর্তমান কোচ ড্যারেন স্যামি।
তিনি বলেন, এবারের বিশ্বকাপ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। টি-টোয়েন্টি দলকে নিয়ে আমরা গত বছর বেশ কাজ করছি। যেসব ক্রিকেটারকে আমরা খুঁজে বের করেছি, তারাই এখন ম্যাচ জেতাচ্ছে। আমার মনে হয়, এবারের প্রতিযোগিতায় আমরা পুরো বিশ্বকে নাড়িয়ে দেব।
এবার ক্যারিবিয়ান ক্রিকেটাররা আইপিএলেও সাফল্য পেয়েছেন। ফলে দলকে নিয়ে আশা রাখছেন সমর্থকরাও। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ়ে ৩-০ ব্যবধানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ়। এই সাফল্য বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে আন্দ্রে রাসেলদের।
এবার নিজেদের ঘরে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেটি দলের জন্য বাড়তি চাপও হতে পারে। কারণ, এর আগে ২০০৭ সালে একদিনের বিশ্বকাপে ব্রায়ান লারা ছিলেন দলে। তারপরও ঘরের মাঠে বিশ্বকাপ জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ়।
যেখানে সাকিবকে স্পর্শ করতে পারবেন না কেউ
কিন্তু এবারের দলকে নিয়ে তাই আশাবাদী সাবেক কিংবদন্তি ক্রিকেটার কোর্টলি অ্যাম্ব্রসও। সাবেক এ পেসার ২০১৬ সালে দলের বোলিং কোচ ছিলেন। সে বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন ক্যারিবিয়ানরা।
তিনি বলেন, বিশ্বকাপ জেতা সহজ নয়; কিন্তু আমরাই দুবার বিশ্বকাপ জিতেছি। দু-একটা দলই এই সাফল্য পেয়েছে। আমরা তৃতীয়বার বিশ্বকাপ জেতার চেষ্টা করব। আর কোনো দল ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি। সেটিও আমাদের কাছে বাড়তি অনুপ্রেরণার।
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী ২ জুন। উদ্বোধনী দিনে পাপুয়া নিউগিনির বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ়। গ্রুপ সি-তে রয়েছে তারা। ‘সি’ গ্রুপে আরও রয়েছে— আফগানিস্তান, উগান্ডা ও নিউজ়িল্যান্ড।
এ জাতীয় আরো খবর..