রাত পোহালেই সুপার এইটের লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। পরিসংখ্যান ও শক্তিমত্তায় বাংলাদেশ তুলনামূলকভাবে পিছিয়ে থাকলেও মাঠে নামার আগে চ্যালেঞ্জ অনুভব করছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মার্শ বলেন, 'আমরা আমাদের ক্রিকেটটা খেলব। তাদের অভিজ্ঞ ক্রিকেটার আছে, তরুণরাও আছে, খুব ভালো দল।
এ কারণেই তারা এখন সুপার এইটে। আমরা এই চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছি।'
দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে। সেখানে বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিয়েছিল অজিরা।
এমনকি বিশ্বকাপও জিতেছিল তারা। এবার নাজমুল হোসেনের দলের মুখোমুখি হওয়ার মার্শ বললেন, 'ওটা তো অতীত। এটা ভিন্ন সংস্করণ, খেলা ভিন্ন দেশে। কন্ডিশনও আলাদা, ভালো একটা উইকেট পাব।
ম্যাচ জিতে পয়েন্ট বাগিয়ে নিতে আমরা মরিয়া। আমাদের দলেও অভিজ্ঞ ক্রিকেটাররা আছে।'
বাংলাদেশ ম্যাচের আগে একটি সুখবর আছে অস্ট্রেলিয়া দলে। চোট কাটিয়ে ফিরে বিশ্বকাপের শুরু থেকে খেললেও বোলিং করতে পারেননি অধিনায়ক মার্শ। এবার সে অনুমতি পেয়েছেন তিনি।
এনিয়ে মার্শ বলেন, 'আমি বোলিংয়ের জন্য প্রস্তুত আছি। আসলে আমাদের যে লাইনআপ, আমাকে আর বল করতে হচ্ছে না। তবে আমি মনে করি, এই সংস্করণে হাতে এত বিকল্প থাকাটা আশীর্বাদ। শারীরিকভাবে আমি ঠিক আছি। একটু বিরতি পেয়ে ভালো লাগছে।'
এ জাতীয় আরো খবর..