×
  • প্রকাশিত : ২০২৪-০৫-২৬
  • ৬১ বার পঠিত
প্রায় ২০০ কোটি টাকা পাচারের অভিযোগে বেসটেক টেলিকম লিমিটেডের চেয়ারম্যান মো. তরিকুল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার (২৬ মে) দুদকের খুলনা বিভাগীয় পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ মামলাটি দায়ের করেন।

বেসটেক টেলিকম লিমিটেডের চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক এনায়েত কবির এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের অর্থ, হিসাব ও রাজস্ব শাখার উপপরিচালক হাসিবুল কবিরকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অভিযোগ আনা হয়।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে মানি লন্ডারিং প্রতিরোধ আইন লঙ্ঘন করে ১৯৯ কোটি ১৪ লাখ ৭৫ হাজার ৬২৯ টাকা মূল্যের দুই কোটি ৫৭ লাখ ১১ হাজার ১৩৪ মার্কিন ডলার বা অর্থ পাচার করেছেন। এতে দেশের স্বার্থে আনয়নযোগ্য বৈদেশিক মুদ্রা বিদেশ থেকে বাংলাদেশে না এনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

২০১৩ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে ২০১৭ সালের ২৬ ফেব্রুয়ারি সময়ের মধ্যে তারা এ মানি লন্ডারিং বা অর্থ পাচার করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat