×
  • প্রকাশিত : ২০২২-০১-০৫
  • ১৩৪ বার পঠিত
বিবিসি/দ্য গার্ডিয়ান : বৃটেনে যাদের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে তাদের ১৫ শতাংশই এর আগেও কোভিডে আক্রান্ত হয়েছিলেন। দেশটির সরকারের মহামারি সংক্রান্ত শীর্ষ উপদেষ্টা প্রফেসর নেইল ফার্গুসন এ কথা জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, লন্ডনে ওমিক্রন মূলত ৫০ বছরের কম বয়স্কদের মধ্যে ছড়িয়েছে। তাই হাসপাতালে ভর্তি ও মৃত্যুর ক্ষেত্রে তুলনামূলক কম ভয়াবহ মনে হচ্ছে। তবে সামনের সপ্তাহগুলোতে এই অবস্থার পরিবর্তন হতে পারে। তিনি বলেন, এই মহামারি ১৮ থেকে ৫০ বছর বয়স্কদের মধ্যে দ্রুত ছড়িয়েছে। প্রবীণদের মধ্যে কম ছড়ানোর কারণে হাসপাতালে ভর্তিতে ভিন্ন প্যাটার্ন দেখা যাচ্ছে। কারণ প্রবীণরাই মূলত কোভিডের সবথেকে বেশি ঝুঁকিতে থাকে। তবে সামনের সপ্তাহগুলোতে প্রবীণদের আক্রান্ত হওয়ার হার বাড়তে থাকলে হাসপাতালে ভর্তির হার বৃদ্ধি অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, কোভিড পরীক্ষার সংকট থাকায় আক্রান্তের প্রকৃত সংখ্যা অজানা থাকতে পারে। ফলে কোভিড আক্রান্তের আসল সংখ্যা সরকারি তথ্যের থেকে অনেক বেশি, এ বিষয়ে অনেকটাই নিশ্চিত ফার্গুসন। সরকারের এই উপদেষ্টা জানান, বৃটেনে যারা কোভিডে আক্রান্ত হয়েছেন তাদের ১৫ শতাংশই এর আগেও কোভিডে আক্রান্ত হয়েছিলেন। সরকার যেসব তথ্য প্রকাশ করে তাতে এই পুনরায় আক্রান্তের বিষয়টি থাকে না। তবে বিজ্ঞানীদের জন্য এই সংখ্যা উন্মুক্ত রয়েছে। তাতেই দেখা গেছে ওমিক্রন আক্রান্তদের ১০ থেকে ১৫ শতাংশই একাধিকবার কোভিডে আক্রান্ত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat