আগামী ২৪ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। দিনটি ঘিরে নানা ধরণের আয়োজন থাকে। এবার জানা গেলো, এ বছরের জন্য কবি কাজী নজরুল পদক পাচ্ছেন দেশের চার গুণী ব্যক্তিত্ব। সম্প্রতি তাদের নাম ঘোষণা করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
যে চার গুণী ‘নজরুল পদক-২০২৪’ পাচ্ছেন তারা হলেন নজরুল সংগীতে শিল্পী ডালিয়া নওশিন ও সালাউদ্দিন আহমেদ এবং নজরুল গবেষণায় ড. গুলশান আরা কাজী ও অনুপম হায়াৎ।
জাতীয় কবির ১২৫তম জন্মদিন উপলক্ষে রোববার (১৯ মে) পদকের জন্য এ চারজনকে নির্বাচিত করে কমিটি।
জানা যায়, আনুষ্ঠানিকভাবে আগামী ২ জুন ঢাকায় বাংলাদেশ জাতীয় জাদুঘরে নজরুল পদক প্রদান করা হবে। কবির জন্মজয়ন্তীর সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদকপ্রাপ্তদের পুরস্কার তুলে দেবেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. সৌমিত্র শেখর।
এ ছাড়া ২৪, ২৫ ও ২৬ মে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে চারদিনের অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..