×
  • প্রকাশিত : ২০২৪-০৫-১৯
  • ১০১ বার পঠিত
আগামী ২৪ থেকে ৩০ মে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি)। বিক্ষোভ সপ্তাহের প্রথম দিন শুক্রবার (২৪ মে) বিকেল সাড়ে ৪টায় রাজধানী ঢাকার পুরানা পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

আজ রবিবার (১৯ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, জাতীয় সংসদে সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তনসহ নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার ও ভোটের অধিকার নিশ্চিত; বিদেশে পাচারকৃত টাকা ফেরত, খেলাপী ঋণ উদ্ধার, লুটপাট-দুর্নীতি বন্ধ ও এর সাথে জড়িতদের শাস্তি; চিকিৎসা, কর্মসংস্থান, শিক্ষা, অন্ন ও বস্ত্রের নিশ্চয়তাকে সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি; উৎপাদিত ফসলের লাভজনক দাম, জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণা, শ্রমিক ছাঁটাই ও উচ্ছেদ বন্ধ; দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সর্বজনীন রেশন ব্যবস্থা ও ন্যায্য মূল্যের দোকান চালু; দেশের রাজনীতি ও অর্থনীতিতে আধিপত্যবাদী শক্তির হস্তক্ষেপ রুখে দাঁড়ানো এবং মুক্তিযুদ্ধের অর্থনৈতিক দর্শনের ভিত্তিতে গণমানুষের বাজেটের দাবিতে ওই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ওই কর্মসূচি সফল ও দেশের সকল জেলা-উপজেলায় বিক্ষোভ সংগঠিত করার জন্য পার্টির সংশ্লিষ্ট সকল শাখার প্রতি আহ্বান জানিয়েছেন। তারা বলেন, চলমান দুঃশাসন হটিয়ে, ব্যবস্থা বদলানো এবং এজন্য বাম গণতান্ত্রিক বিকল্প গড়ে তুলতে হবে। গণতন্ত্রহীনতা, লুটপাটতন্ত্র, সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদ রুখে দাঁড়াতে হবে। নেতৃবৃন্দ এজন্য নীতিনিষ্ঠ অবস্থানে থেকে সংগ্রামকে অগ্রসর করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat