×
  • প্রকাশিত : ২০২৪-০৫-১৯
  • ১০১ বার পঠিত
বাতিল হয়ে যাওয়া সদস্যপদ ফিরে পেলেন আলোচিত অভিনেতা জায়েদ খান। গেল মেয়াদে ইলিয়াস কাঞ্চন ও নিপুণ দায়িত্ব পালনকালে বাংলাদেশ চলচ্চিত্র  শিল্পী সমিতি থেকে জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়। গত ২ মার্চ সমিতির বার্ষিক বনভোজনে দ্বি-সাধারণ সভায় এই সিদ্ধান্ত জানিয়েছিলেন নিপুণ। এবার নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে জায়েদ খানের সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
 
গতকালই সদস্যপদ ফিরে দেয়ার চিঠি দেয়া হয় জায়েদ খানকে। সেই চিঠি আজ হাতে পান জায়েদ খান। 

বিষয়টি নিয়ে জায়েদ খান বলেন, ‘সত্যের জয় সবসময়। নিপূণ নিজে অবৈধ প্রক্রিয়ায় দায়িত্ব পালন করেছে।

সে অবৈধভাবে আমার সদস্যপদ বাতিল করেছে। নতুন কমিটি এসে বিষয়টি তদন্ত করেছে। আমার কাছে ব্যাখ্যা চেয়েছে। আমি দিয়েছি।

  এরপরই তারা আমার সদস্যপদ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
এদিকে গত ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। জয়ী হয় মিশা-ডিপজল প্যানেল। নির্বাচনের প্রায় মাস খানেক পর ফলাফল বাতিল চেয়ে নতুন নির্বাচন দাবি করে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat