×
  • প্রকাশিত : ২০২৪-০৫-১৬
  • ৬৪ বার পঠিত
ইউরোপের শীর্ষ পাঁচ লিগের চারটিরই শিরোপার নিষ্পত্তি হয়ে গেছে। বাকি আছে শুধু ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার নিষ্পত্তি। তবে সেই লড়াইও এখন শুধু ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের মধ্যে সীমাবদ্ধ। লিগ শিরোপার লড়াইয়ের মতো ইউরোপের শীর্ষ গোলদাতার পুরস্কার ইউরোপিয়ান গোল্ডেন বুটের মীমাংসাও বলতে গেলে হয়েই গেছে। বড় ধরনের অলৌকিক কিছু না ঘটলে হ্যারি কেনই যে এবার ইউরোপের সর্বোচ্চ গোলদাতা হচ্ছেন তা বলাই যায়। তবে লিগগুলোর নিজস্ব শীর্ষ গোলদাতার ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এবার গোল করায় তুলনামূলক পিছিয়ে আছেন লা লিগা ও সিরি আ'র খেলোয়াড়রা। এক সময় লা লিগায় ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসিরা গোলের বন্যা বইয়ে দিতেন। অথচ এবার মাত্র সবচেয়ে কম গোল নিয়ে শীর্ষে আছে লা লিগাতেই। সিরি আ'য় লাউতারো মার্টিনেজ বেশ গোল পেলেও তার তুলনায় বাকিরা বেশ পিছিয়ে। ইংলিশ প্রিমিয়ার লিগে গতবার গোলের রেকর্ড গড়েছিলেন আর্লিং হল্যান্ড। এবারও লিগটির সর্বোচ্চ গোলদাতা তিনিই। কিন্তু ইনজুরির কারণে ইউরোপিয়ান গোল্ডেন বুটের লড়াইটা সেভাবে জমাতে পারেননি তিনি।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সবচেয়ে বেশি গোল পেয়েছেন এবার বুন্দেসলিগা ও লিগ ওয়ানের খেলোয়াড়রা। একটা সময় পর্যন্ত ইউরোপিয়ান গোল্ডেন বুটের লড়াইয়ে হ্যারি কেনের সঙ্গে সমানে লড়াই করেছেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু এক পর্যায়ে পিছিয়ে পরেন ফরাসি তারকা।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সর্বোচ্চ গোলদাতাদের তালিকা:

লা লিগা: 

লা লিগায় চমক দেখিয়ে গোল করায় শীর্ষে আছেন জিরোনার আরতেম দোভিয়াক। ছবি: সংগৃহীত

ভিনিসিউস জুনিয়র, রবার্ট লেভানদোভস্কিদের পেছনে ফেলে চলতি মৌসুমে লা লিগার গোলদাতার তালিকায় শীর্ষে আছেন জিরোনার অখ্যাত স্ট্রাইকার আরতেম দোভিয়াক। এই ইউক্রেনিয়ানের সঙ্গে লড়াইটা চলছে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার জুড বেলিংহ্যাম ও ভিয়ারিয়ালের নরওয়েজিয়ান স্ট্রাইকার অ্যালেক্সান্ডার শরলথের।  

নাম দেশ ক্লাব ম্যাচ গোল
আরতেম দোভিয়াক ইউক্রেন জিরোনা ৩৪ ২০
অ্যালেক্সান্ডার শরলথ নরওয়ে ভিয়ারিয়াল ৩২ ১৯
জুড বেলিংহ্যাম ইংল্যান্ড রিয়াল মাদ্রিদ ২৭ ১৯
রবার্ট লেভানদোভস্কি পোল্যান্ড বার্সেলোনা ৩২ ১৭
আন্তইন গ্রিজম্যান ফ্রান্স অ্যাতলেটিকো মাদ্রিদ ৩১ ১৬

সিরি আ:
 সিরি আ'য় এবার একচ্ছত্র আধিপত্য দেখিয়েছেন লাউতারো মার্টিনেজ। বড় ব্যবধানে তিনি পেছনে ফেলেছেন বাকিদের।

নাম দেশ ক্লাব ম্যাচ গোল
লাউতারো মার্টিনেজ আর্জেন্টিনা ইন্টার মিলান ৩২ ২৪
দুসান ভ্লাহভিচ সার্বিয়া য়্যুভেন্তাস ৩১ ১৬
ভিক্টর অসিমহেন নাইজেরিয়া নাপোলি ২৪ ১৫
অলিভিয়ের জিরুদ ফ্রান্স এসি মিলান ৩৩ ১৪
আলবার্ট গুডমুন্ডসেন আইসল্যান্ড জেনোয়া ৩৩ ১৪
 
লিগ ওয়ান:
 কিলিয়ান এমবাপ্পে পিএসজির হয়ে শেষ মৌসুমটা স্মরণীয় করে রেখেছেন গোলের তুবড়ি ছুটিয়ে। দ্বিতীয় স্থানে থাকা জোনাথন ডেভিডকে বড় ব্যবধানে পেছনে ফেলেছেন তিনি।
 
নাম দেশ ক্লাব ম্যাচ গোল
কিলিয়ান এমবাপ্পে ফ্রান্স পিএসজি ২৯ ২৭
জোনাথন ডেভিড কানাডা লিলে ৩৩ ১৯
আলেকজান্দ্রে লাকাজাতে ফ্রান্স লিওঁ ২৮ ১৭
পিয়েরে-এমেরিক অউবামেয়াং গ্যাবন মার্শেই ৩৩ ১৬
উইসাম বেন ইয়াডার ফ্রান্স মোনাকো ৩১ ১৫

ইংলিশ প্রিমিয়ার লিগ: 
গতবার ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েই ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছিলেন আর্লিং হলান্ড। এবার ইনজুরি সেই লড়াইয়ে তাকে অনেকটাই পিছিয়ে দিয়েছে। কিন্তু প্রিমিয়ার লিগে গোল করায় বাকিদের বড় ব্যবধানে পেছনে ফেলেছেন হলান্ড।

নাম দেশ ক্লাব ম্যাচ গোল
আর্লিং হলান্ড নরওয়ে ম্যানচেস্টার সিটি ৩০ ২৭
কোল পালমার ইংল্যান্ড চেলসি/ম্যান সিটি ৩৩ ২২
ওলে ওয়াটকিন্স ইংল্যান্ড অ্যাস্টন ভিলা ৩৬ ১৯
মোহামেদ সালাহ মিশর লিভারপুল ৩১ ১৮
সন হিউং-মিন দক্ষিণ কোরিয়া টটেনহ্যাম হটস্পার ৩৪ ১৭

বুন্দেসলিগা: 
টটেনহ্যাম হটস্পার থেকে গত মৌসুমের শেষে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছিলেন হ্যারি কেন। বায়ার্নে এসে ট্রফি ভাগ্য বদলাতে না পারলেও প্রথমবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন বুট জেতার পথে আছেন তিনি। তবে একটা আক্ষেপ কুড়ে খাবে তাকে। নিজের সেরা মৌসুমেও ট্রফি জিততে পারেননি তিনি।

নাম দেশ ক্লাব ম্যাচ গোল
হ্যারি কেন ইংল্যান্ড বায়ার্ন মিউনিখ ৩২ ৩৬
লুইস ওপেন্দা বেলজিয়াম আরবি লাইপজিগ ৩৩ ২৪
শেরহৌ গুইরাসি গিনি ভিএফবি স্টুটগার্ট ২৭ ২৬
দেনিজ উন্দাভ জার্মানি ভিএফবি স্টুটগার্ট ২৯ ১৮
এরমেদিন দেমিরোভিচ বসনিয়া-হার্জেগোভিনা অগসবুর্গ ৩২ ১৫
লড়াই এখনও জমজমাট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat