সূচকের নিম্নমুখী প্রবণতার মাধ্যমে দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। আর লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ছাড়িয়েছে ২৩৪ কোটি টাকা।
বুধবার (১৫ মে) চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় (সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৪৪ দশমিক ৭৫ পয়েন্ট কমেছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে কমেছে ৭৭ দশমিক ৬৪ পয়েন্ট।
ঢাকা স্টক এক্সচেঞ্জ
ডিএসইর তথ্য মতে, বুধবার লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৪ দশমিক ৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৪০ দশমিক ৮৬ পয়েন্টে। এদিকে ডিএস-৩০ সূচক ১৪ দশমিক ৬৪ পয়েন্ট ও ডিএসইএস সূচক ১০ দশমিক ৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ৯৭৭ দশমিক ২৮ পয়েন্ট ও ১ হাজার ২১৪ দশমিক ৯২ পয়েন্টে।
এ সময় ডিএসইতে ৩৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৫টির কোম্পানির শেয়ারের, কমেছে ২৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টি।
এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ৭৭ দশমিক ৬৪ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৪৬ দশমিক ৭৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৬ হাজার ৮৭ দশমিক ১৪ পয়েন্টে ও ৯ হাজার ৬৮৭ দশমিক ৯৭ পয়েন্টে।
আর সিএসই-৩০ সূচক ২১ দশমিক ৪৬ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক ৫ দশমিক ৬৪ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ১২ হাজার ২৭২ দশমিক ৪০ পয়েন্ট ও ১ হাজার ১৩৪ দশমিক ০৪ পয়েন্টে। এছাড়া সিএসআই সূচক কমেছে ৬ দশমিক ১৮ পয়েন্ট। সূচক অবস্থান করছে ১ হাজার ৪৯ দশমিক ৯৩ পয়েন্টে।
এ সময় লেনদেন হয়েছে ৮ কোটি ৬ লাখ ৮০ হাজার টাকার।
লেনদেন হওয়া ১৪৬ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১টি কোম্পানি শেয়ারের, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির।
এ জাতীয় আরো খবর..