×
  • প্রকাশিত : ২০২৪-০৫-১৩
  • ৬৩ বার পঠিত
সোমালি জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্ত হওয়ার এক মাসের মাথায় দেশে ফিরেছে ২৩ নাবিকসহ এমভি আবদুল্লাহ। সোমবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাহাজটি কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে নোঙর করেছে। 

আগামীকাল মঙ্গলবার ২৩ নাবিককে কুতুবদিয়া থেকে চট্টগ্রাম নগরীর সদরঘাটের কেএসআরএমের নিজস্ব জেটিতে নিয়ে আসা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম।
 
তিনি কালের কণ্ঠকে বলেন, ‘এমভি আবদুল্লাহ কুতুবদিয়া চ্যানেলে নোঙর করেছে। সেখানে জাহাজ থেকে চুনাপাথর খালাস করা হবে। দুইদিন অবস্থানের পর অবশিষ্ট চুনাপাথর নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে আসবে। তবে দেশে ফেরা ২৩ নাবিক মঙ্গলবার বিকেল ৪টার দিকে চট্টগ্রামের সদরঘাট জেটিতে আসবে।

সেখানে মালিকপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা নাবিকদের বরণ করার কথা আছে। এরপর নাবিকরা নিজ নিজ বাসায় ফিরবেন।’  
এ দিকে জাহাজ মালিক পক্ষ থেকে জানানো হয়, আজ বিকেল চারটার দিকে চট্টগ্রাম থেকে একটি লাইটার জাহাজে করে নতুন করে ২৩ নাবিক কুতুবদিয়ার উদ্দেশ্য রওনা হয়েছেন। তারা রাতে কুতুবদিয়া পৌঁছে এমভি আবদুল্লাহতে কাজে যোগদান করবেন।

নাবিকদের এই টিমকে দায়িত্ব হস্তান্তর করবে দেশে ফেরা ২৩ নাবিক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat