×
  • প্রকাশিত : ২০২৪-০৫-০৯
  • ৮৩ বার পঠিত
ফরিদপুরের তিন উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (৮ মে) ফরিদপুর সদর, মধুখালী ও চরভদ্রাসন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন যারা; তাদের নাম নিম্নে আলোচনা করা হলো:

ফরিদপুর সদর: ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মো. ইমান আলী মোল্লা চশমা প্রতীক নিয়ে ৪০ হাজার ২৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুজ্জামান মনির উড়োজাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৯ হাজার ৪০৯ ভোট।

ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ফুটবল প্রতীক নিয়ে ৫৩ হাজার ১৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাসুদা বেগম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুখশানা আহমেদ কলস প্রতীক নিয়ে পেয়েছেন ৫০ হাজার ৫৯৪ ভোট।
 
মধুখালী: ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে চশমা প্রতীক নিয়ে মুহাম্মদ মহসিন বিশ্বাস ৪৫ হাজার ১৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ শাহিদুল ইসলাম তালা প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ৫২৩ ভোট।

ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে কলস প্রতীক নিয়ে মোর্শেদা আক্তার ৫১ হাজার ৯৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শুক্লা ভৌমিক ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ২২ হাজার ৬২৬ ভোট।

চরভদ্রাসন: ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে টিউবওয়েল প্রতীক নিয়ে কাওছার হোসেন ৯ হাজার ৭৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোশারফ হোসেন টিয়া পাখি প্রতীক নিয়ে পেয়েছেন ৯ হাজার ৭১০ ভোট।

ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে প্রজাপতি প্রতীক নিয়ে তানজিনা আকতার ১০ হাজার ৯৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমা বেগম কলস প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ১০৩ ভোট।

ফরিদপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তারেক আহম্মেদ জানান, ফরিদপুর সদরে ভাইস চেয়ারম্যান পদে ইমান আলী মোল্লা ও মাসুদা বেগম, মধুখালীতে মুহাম্মদ মহসিন বিশ্বাস ও মোর্শেদা আক্তার এবং চরভদ্রাসনে কাওছার হোসেন ও তানজিনা আকতার নির্বাচিত হয়েছেন।

ফরিদপুর সদরে ভোটার ছিলো ৪ লাখ ৮ হাজার ৬৮০ জন, মধুখালীতে এক লাখ ৭৭ হাজার ৫৩৯ জন এবং চরভদ্রাসনে ৬৩ হাজার ১০৫ জন। তিনটি উপজেলার ২৫৫টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে ১৬ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ২২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat