ইউরিয়া সারের দাম প্রতি কেজি ৬ টাকা বাড়ানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। পার্টির সভাপতিমণ্ডলীর সভায় অবিলম্বে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার এবং প্রকৃত কৃষকের কাছে সরাসরি ভেজাল মুক্ত সার পৌঁছানোর দাবি জানানো হয়েছে।
আজ মঙ্গলবার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম। সভায় বক্তৃতা করেন পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ এবং সভাপতিমণ্ডলীর সদস্য শামছুজ্জামান সেলিম, শাহীন রহমান ও এ এন রাশেদা।
সভায় বলা হয়, বর্তমান বিশ্বের সংকটের অন্যতম রক্ষাকবচ হবে দেশের কৃষি উৎপাদন। দেশের কৃষক পর্যাপ্ত ফসল উৎপাদন করলেও সবসময় ফসলের লাভজনক মূল্য পান না। সারের মূল্য বৃদ্ধিতে ফসলের উৎপাদন খরচ বাড়াবে। এর প্রভাব পড়বে উৎপাদিত মূল্যের ওপর। ফলে সাধারণ মানুষের সংকট বাড়বে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সভায় কম মূল্যে প্রকৃত কৃষকের কাছে কৃষি উপকরণ সরবরাহের দাবি জানানো হয়।
সভায় সারা দেশে রেশন ব্যবস্থা, ন্যায্যমূল্যের দোকান চালুর দাবি পুনর্ব্যক্ত করা হয়। সভায় চলমান দুঃশাসনের অবসান, নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারসহ নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে গণসংগ্রাম গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
সিপিবির উপদেষ্টাদের সভা : এদিকে সিপিবির উপদেষ্টাদের সভা মঙ্গলবার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় পার্টির উপদেষ্টা সহিদুল্লাহ চৌধুরী, মনজুরুল আহসান খান, পার্টির সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ এবং সভাপতিমণ্ডলীর সদস্য শামছুজ্জামান সেলিম, শাহীন রহমান ও এ. এন. রাশেদা উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..