×
  • প্রকাশিত : ২০২৪-০৫-০৭
  • ৪৮ বার পঠিত
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় প্রায় ৬০ কোটি টাকা মূল্যের ৩২ শতাংশ খাস জায়গা উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (৭ মে) ঢাকা জেলা প্রশাসন জায়গা উদ্ধারে এই অভিযান পরিচালনা করেন।

রাজধানীর মোহাম্মদপুর থানায় দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা এ খাসজমি ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিক এর সার্বিক তত্ত্বাবধানে উদ্ধার করা হয়।

ঢাকা মহানগরের মোহাম্মদপুর রাজস্ব সার্কেলের আওতাধীন বড়সায়েক মৌজায় সরকারি খাস জমি উদ্ধারে এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযান পরিচালনা করেন মোহাম্মদপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক।
অভিযানের সময় মেসার্স রহমান সার্ভিস স্টেশনের দখলে থাকা বড় সায়েক মৌজার আর. এস ও সিটি ১ নম্বর খতিয়ানের আর.এস ২৮ নম্বর দাগ এবং সিটি ৮০৪ নম্বর দাগের ৩২ শতক ভূমি উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat