×
  • প্রকাশিত : ২০২২-০৮-১৮
  • ৪৭ বার পঠিত
জেন্ডার বান্ধব অর্থনীতি তৈরিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে। এর জন্য সামাজিক নিয়ম ও চর্চার বাইরেও গুরুত্ব দিতে হবে। যা নারীদের উদ্যোক্তা হিসেবেই নয় জেন্ডার বান্ধব প্রকিউরমেন্ট ও নারী নেতৃত্বাধীন ব্যবসাকে ত্বরান্বিত করবে বলে জানিয়েছেন ইউএন ইউমেনের বাংলাদেশ প্রতিনিধি গীতাঞ্জলি সিং।

আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাজধানী গুলশানের একটি হোটেলে জাতিসংঘ অর্ধদিনব্যাপী জেন্ডার বিষয়ক কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে গীতাঞ্জলি সিং এসব কথা বলেন।
কর্মশালাটিতে মূলত নারীদের স্বনির্ভর ও উদ্যোক্তা তৈরিতে দিক নির্দেশনা ও জাতিসংঘ কর্তৃক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দেড় শ নারী নেতৃত্ব-মালিকানাধীন প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের নিয়ে অর্ধদিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে জাতিসংঘ (ইউএন)। কর্মশালায় নারীর অংশগ্রহণ-নেতৃত্ব, আন্তর্জাতিক বাজার ও কাজের সুযোগ সম্পর্কে আলোচনা করা হয়।

সোনিয়া সোবহান ও সপ্তধা পল্লী ক্রাফটস ফ্যাশনকে ধন্যবাদ জানিয়ে গীতাঞ্জলি সিং বলেন, 'এই কর্মশালাটি দেশজুড়ে নারী উদ্যোক্তাদের জন্য ফলপ্রসূ হবে বলে আশা করি। জেলা পর্যায়েও ইউএনও এ ধরনের কর্মশালার আয়োজন করতে পারলে আরো বেশি নারী উদ্যোক্তারা উপকৃত হতে পারবে। '

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করে বলেন, কর্মশালাটি নারী-নেতৃত্বাধীন সংস্থাগুলোর নেটওয়ার্ক এবং আলোচনার একটি প্ল্যাটফর্ম তৈরি করে, যেখানে  জেন্ডার বান্ধব অর্থনীতি বৃদ্ধি ও সমৃদ্ধিতে অবদান রাখতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat