×
  • প্রকাশিত : ২০২২-০৮-১১
  • ৫৩ বার পঠিত
‌'করোনাকালে রিজিওনাল কানেকটিভি যে কতটা প্রয়োজন তা সবাই বুঝতে পেরেছে। এ অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক বাণিজ্য সহযোগিতা বাড়ানো আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বৈশ্বিক এই অস্থিতিশীলতা কবে নাগাদ শেষ হবে তা এখনই বলা যাচ্ছে না। এ পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতিটি নিজ নিজ সামষ্টিক অর্থনৈতিক শক্তিকে কাজে লাগিয়ে যত বেশি পারস্পরিক বাণিজ্যিক সহযোগিতার উদ্যোগ গ্রহণ করবে ততই মঙ্গল।

আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) উন্নয়ন সমন্বয়ের ইব্রাহিম খালেদ মিলনায়তনে ‌'স্টেকহোল্ডার অ্যানালিসিস ফর রিজিওনাল ট্রান্সপোর্ট কানেকটিভিটি ইন ইস্টার্ন সাউথ এশিয়া' শিরোনামে মাঠপর্যায়ের গবেষণার ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উন্নয়ন সমন্বয়ের চেয়ারম্যান ড. আতিউর রহমান এসব কথা বলেন।

ওয়ার্কশপে গবেষণা তথ্য উপস্থাপন করেন উন্নয়ন সমন্বয়ের সিনিয়র রিসার্চার রবার্ট শুভ্র গদা ও কার্টস ইন্টারন্যাশনালের সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট বিজয়া রায়।  

ওয়ার্কশপে আলোচনায় অংশগ্রহণ করেন সড়ক ও মহাসড়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নীলিমা আখতার, বাংলাদেশ রিজিওনাল কানেকটিভিটি প্রজেক্ট-১-এর ন্যাশনাল ট্রেড অ্যাক্সপার্ট মো. মুনির চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরক্ত সচিব মনোজ কুমার রায়, বিআইডাব্লিউটিএর অবসরপ্রাপ্ত ডিরেক্টর সৈয়দ মনোয়ার হোসেন, বাংলাদেশ ল্যান্ড পোর্ট অথরিটির ডেপুটি ডিরেক্টর (ট্রাফিক) মো. আনিসুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক হোসাইন আহম্মেদ মজুমদার, উইমেন চেম্বারের ডিরেক্টর প্রীতি চক্রবর্তী, বাংলাবান্ধা পোর্ট ইনচার্জ আবুল কালাম আজাদ, বাংলাবান্ধা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মো. রেজাউল করিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সমন্বয়ের জ্যেষ্ঠ প্রকল্প সমন্বয়কারী শাহীন উল আলম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat