×
সদ্য প্রাপ্ত:
আশঙ্কামুক্ত নন ওসমান হাদি, ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে : ইনকিলাব মঞ্চ হাদির ওপরে হামলা প্রকৃতপক্ষে বাংলাদেশের ওপরে হামলা : সালাহউদ্দিন হাদিকে গুলি করা একজন শনাক্ত, সন্ধানদাতাকে পুরস্কৃত করবে পুলিশ আশার গল্প শোনানোর মতো পরিস্থিতি নেই, হাদির অবস্থা প্রসঙ্গে বিশেষ সহকারী মাত্র ৪ দিনের মধ্যে ফের বড় ভূমিকম্প জাপানে, সুনামি সতর্কতা তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর ১৭ ঘণ্টাতেও উদ্ধার হয়নি শিশুটি, চলছে সুড়ঙ্গ খোঁড়ার কাজ বাংলাদেশ ১৬ বছর ধরে কালো মেঘের নিচে চাপা পড়ে ছিল : তারেক রহমান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ নির্বাচন করব, পদত্যাগের বিষয়ে জানাবে প্রধান উপদেষ্টার দপ্তর: আসিফ মাহমুদ
  • প্রকাশিত : ২০২২-০৮-১১
  • ৪৫ বার পঠিত
কাতার বিশ্বকাপ বাছাইপর্বে গত বছর সেপ্টেম্বরে সাও পাওলোয় আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ম্যাচ শুরুর কয়েক মিনিট পর ব্রাজিলের জাতীয় স্বাস্থ্য পর্যবেক্ষণ এজেন্সির (আনভিসা) কর্মকর্তারা মাঠে ঢুকে খেলা পণ্ড করেন।

আর্জেন্টিনার চার খেলোয়াড়ের বিপক্ষে কোয়ারেন্টিন বিধিমালা ভাঙার অভিযোগে ম্যাচটি খেলতে দেননি তাঁরা। ফিফা এরপর ম্যাচটি পুনরায় খেলার নির্দেশ দিয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনাকে। কিন্তু দুই দেশের ফুটবল ফেডারেশন এই ম্যাচ খেলার বিরুদ্ধে আপিল করে সর্বোচ্চ ক্রীড়া আদালত কোর্ট ফর আরবিট্রেশন অব স্পোর্টে (সিএএস)। আগস্টে তার রায় হওয়ার কথা।

ফিফা গত ফেব্রুয়ারিতে নির্দেশ দিয়েছিল, এ বছর সেপ্টেম্বরে ম্যাচটি অবশ্যই পুনরায় খেলতে হবে ব্রাজিল ও আর্জেন্টিনাকে। যদিও ম্যাচের কোনো দিনক্ষণ ঠিক করেনি ফুটবলের নিয়ন্ত্রক এই সংস্থা। এর মধ্যে কাল ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে পণ্ড হওয়া সেই ম্যাচ তারা খেলতে চায় না। 

২১ নভেম্বর থেকে শুরু হবে কাতার বিশ্বকাপ। সংবাদ সংস্থা এপি জানিয়েছে, ব্রাজিল কোচ তিতে বিশ্বকাপের আগে চোট ও নিষেধাজ্ঞার শঙ্কায় ম্যাচটি খেলতে আগ্রহী নন। এ ছাড়া আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও (এএফএ) ম্যাচটি খেলতে চায় না।

সিবিএফের ওয়েবসাইটে বিবৃতিতে বলা হয়, ‘কোচ তিতে এবং সমন্বয়ক জুনিনহো পউলিস্তার অনুরোধের পরিপ্রেক্ষিতে সিবিএফ প্রেসিডেন্ট এদনালদো রদ্রিগেজ ম্যাচটি সাসপেন্ড করার চেস্টা করবেন।’ সেই ম্যাচ পণ্ড হলেও ব্রাজিল ও আর্জেন্টিনার কাতার বিশ্বকাপের চূড়ান্ত পর্বের টিকিট কাটতে কোনো সমস্যা হয়নি। বাছাইপর্বে ঝুলে থাকা এ ম্যাচ নিয়ে অন্তত বিশ্বকাপের মূল পর্বে ওঠার কোনো সমীকরণ নেই।

তবে সিবিএফের বিবৃতিতে ইঙ্গিত রয়েছে, ম্যাচটি বাতিল করতে এরই মধ্যে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে একমত হয়েছে ফিফা। 

বিবৃতিতে বলা হয়, ‘সেপ্টেম্বরে ম্যাচটি না খেলা নিয়ে ফিফা ও এএফএর ঐকমত্যে পৌঁছানোর প্রস্তাব মেনে নেবে সিবিএফ।’ এদনালদো রদ্রিগেজ বলেছেন, ‘কোচিং স্টাফের অবস্থান বুঝে আমরা ফিফাকে ম্যাচটি বাতিল করার অনুরোধ করব। কাতারে ষষ্ঠ বিশ্বকাপ জয়কেই প্রাধান্য দিচ্ছি আমরা।’

ব্রাজিলের সংবাদমাধ্যম জানিয়েছে, আর্জেন্টিনার সঙ্গে পণ্ড হওয়া সেই ম্যাচ না খেলে ইউরোপে দুটি প্রীতি ম্যাচ খেলতে চায় ব্রাজিল। কাতার বিশ্বকাপে ‘জি’ গ্রুপে ব্রাজিলের প্রতিদ্বন্দ্বী সুইজারল্যান্ড, সার্বিয়া ও ক্যামেরুন। ‘সি’ গ্রুপে আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বী মেক্সিকো, পোল্যান্ড ও সৌদি আরব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat