×
  • প্রকাশিত : ২০২২-০৮-০২
  • ৮৫ বার পঠিত
সারের দাম কেজিপ্রতি ৬ টাকা বৃদ্ধির সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও কৃষক সংগঠন। আজ মঙ্গলবার পৃথক পৃথক বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, সারের মূল্যবৃদ্ধি কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তাকে চরম হুমকির মুখে ফেলবে। এই সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ কৃষক সমিতি আজ মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে।

এ বিষয়ে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বলেছেন, সারের মূল্য বৃদ্ধির হটকারী সিদ্ধান্ত কৃষকের জীবনে বড় ধরনের দুর্যোগ নিয়ে আসবে।

সরকারি এই সিদ্ধান্তের অর্থ হচ্ছে ৫০ কেজি সারের বস্তায় এখন কৃষককে অতিরিক্ত ৩০০ টাকা দিতে হবে। এই সিদ্ধান্ত কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে।
তিনি আরো বলেন, এমনিতেই কৃষি উৎপাদন এখন লাভজনক নয়। খোদ কৃষক কিনতেও ঠকে, আবার বেচতেও ঠকে। এখন ইউরিয়ার এই মূল্যবৃদ্ধির ঘটনায় কৃষি ও কৃষি উৎপাদন আরো অলাভজনক ও বিপদগ্রস্ত হবে। তিনি অনতিবিলম্বে সারের মূল্য বৃদ্ধির এই কৃষিবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে সরকারের প্রতি আহ্বান জানান।

সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সভাপতি বজলুর রশীদ ফিরোজ ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস এক যুক্ত বিবৃতিতে অবিলম্বে সারের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তারা বলেছেন, পুরো করোনাকালে অন্য সব কিছু স্থবির হয়ে পড়লেও কৃষক তার উৎপাদনের চাকা সচল রেখেছে এবং গোটা দেশের মানুষের মুখের আহার জুগিয়েছে। এমনিতেই কৃষি উপকরণের লাগামহীন মূল্যবৃদ্ধি, ফসলের ন্যায্যমূল্য না পাওয়া ইত্যাদির ফলে গোটা কৃষিব্যবস্থা চরম সংকটের মধ্যে আছে। তার ওপর এখন আবার জ্বালানি তেলের সংকট, লোড শেডিংয়ের ফলে গোটা সেচব্যবস্থা ব্যাহত হবে। শ্রাবণ মাসের তিন সপ্তাহ পার হতে চলেছে; কিন্তু পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় কৃষক রোপা আমন বপন করা নিয়েও অনিশ্চয়তার মধ্যে আছে। এর ওপর সারের এই মূল্যবৃদ্ধি মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়াবে।

সারের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল বুধবার দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করবে বাংলাদেশ কৃষক সমিতি। সমিতির পক্ষ থেকে অবিলম্বে সারের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করে স্বল্পমূল্যে ভেজালমুক্ত সার প্রকৃত কৃষকের কাছে পৌঁছানোর দাবি জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat