দীর্ঘদিন ধরে লোকসানে থাকা ঢাকা ওয়াসা এখন লাভজনক। শুধু তা-ই নয়, ঢাকার পানি সংকট দূর করে নাগরিকদের মৌলিক চাহিদা মেটানো সম্ভব হচ্ছে। এই সাফল্য দাবি করে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান বলেন, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন ব্যবস্থা আমূল বদলে দিতে দুটি মেগা প্রকল্প নেয়া হয়েছে। টানা এগারো বছর ধরে ঢাকা ওয়াসার দায়িত্ব পালন করছেন প্রকৌশলী তাকসিম এ খান। তিন বছরের জন্য আবারো নিয়োগ পেয়েছেন তিনি।
তিনি বলেন, একসময় আমাদের লাভের পরিমান ছিল তিনশ কোটি টাকা তা বেড়ে এখন ১৪শ কোটি টাকা হয়েছে। সাউথ এশিয়ার বেশিরভাগ দেশেই সিস্টেম লস ৪০ শতাংশের ওপরে ছিল, আমাদেরও তাই ছিল ২০০৯ সালে। ঘুরে দাঁড়াও ঢাকা কর্মসূচির মাধ্যমে তা নামিয়ে এনেছি ২০ শতাংশে। ঘুরে দাঁড়াও ঢাকা কর্মসূচির মাধ্যমে ওয়াসাকে জবাবদিহির মধ্যে আনতে চান দীর্ঘমেয়াদে দায়িত্ব পালন করা তাকসিম খান। সেই সাথে তার বিরুদ্ধে ওঠা নানা অভিযোগকে তিনি অপপ্রচার হিসেবেই দাবি করেন। বর্তমানে চাহিদার বেশি পানি সরবরাহের দাবি ওয়াসার ব্যবস্থাপণা পরিচালক তাকসিম এ খানের।
এ জাতীয় আরো খবর..