ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানে জরুরি মানবিক সহায়তা হিসেবে উল্লেখযোগ্য পরিমাণ শুকনা খাবার, কম্বল, তাঁবু ও ওষুধসামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার বাংলাদেশ সরকারের ওই সহায়তা আফগানিস্তানে পৌঁছয়। সহায়তা পাঠানোয় আফগানিস্তান বাংলাদেশকে কৃতজ্ঞতা জানিয়েছে।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আফগানিস্তানের পূর্বাঞ্চলে গত ২২ জুন শক্তিশালী ভূমিকম্পের আঘাতে সহস্রাধিক নাগরিক নিহত হয়েছে।
এ ছাড়া দুই হাজারের বেশি গুরুতর আহত এবং শত শত ঘরবাড়ি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে। ভূমিকম্পের ফলে খাদ্য ও পানি সংকট, বাসস্থান সংকট ও জরুরি চিকিৎসাসেবার অভাবে সেখানে সার্বিকভাবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। আকস্মিক এ দুর্যোগ মোকাবেলায় আফগানিস্তানের সাধারণ জনগণের জন্য পাঠানো বাংলাদেশের ত্রাণসামগ্রী সশস্ত্র বাহিনী বিভাগ, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান অ্যাসেনশিয়াল ড্রাগস কম্পানি লিমিটেড, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), প্রাণ-আরএফএল গ্রুপ, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড থেকে অনুদান হিসেবে সংগ্রহ করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে সশস্ত্র বাহিনীর সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতায় এই ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমান ‘সি-১৩০জে’যোগে ত্রাণসামগ্রী আফগানিস্তানে পৌঁছয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদে গমনাগমনের বিষয়ে তৎকালীন আফগান সরকার ও সাধারণ জনগণ বিশেষ সহায়তা দিয়েছিল। সাম্প্রতিককালে আফগানিস্তানে রাজনৈতিক পটপরিবর্তনের ফলে সৃষ্ট সংকট মোকাবেলায় আফগানিস্তানের সাধারণ জনগণকে সহায়তার জন্য ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বাজেট থেকে এক কোটি টাকা জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউ ওচা তহবিলে পাঠানো হয়েছে। সম্পর্কের এ ঐতিহাসিক যোগসূত্র ও প্রধানমন্ত্রীর সমন্বিত উন্নয়নের নীতির ভিত্তিতে এ উদ্যোগ নেওয়া হয়।
অতীতে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে প্রাকৃতিক দুর্যোগসহ অন্যান্য যেকোনো মানবিক বিপর্যয় মোকাবেলায় প্রধানমন্ত্রীর সহমর্মিতার নীতি অনুসরণ করে বাংলাদেশ দ্রুত সাড়া দিয়ে ত্রাণ সরবরাহ করেছে। ইতোপূর্বে পাকিস্তানে প্রলয়ঙ্করী বন্যা এবং নেপালে বিধ্বংসী ভূমিকম্পের পরে বাংলাদেশ সরকারের জরুরি ত্রাণ ও চিকিৎসা সহায়তাকে দেশ দুটির জনগণ ও সরকার ব্যাপকভাবে প্রশংসা করে। কভিড-১৯ মহামারিকালেও ভুটান, নেপাল, মালদ্বীপ ও ভারতে জরুরি ওষুধ পাঠিয়েছে বাংলাদেশ।
সম্প্রতি শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে জরুরি ওষুধসামগ্রী অনুদান হিসেবে পাঠিয়েছে বাংলাদেশ। এর ফলে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী রাষ্ট্রগুলোসহ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভূমিকা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
এ জাতীয় আরো খবর..