×
  • প্রকাশিত : ২০২২-০৬-২৮
  • ৮৩ বার পঠিত
পদ্মা সেতুতে স্পিড গান ও সিসিটিভি স্থাপনের পর মোটরসাইকেল চলাচলের বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

আজ মঙ্গলবার দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের ২০২২-২৩ সালের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর ও ২০২১-২২ সালের শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞাটি যে অনির্দিষ্টকালীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ব্যাপারটা তা নয়। এটা এখন বন্ধ আছে, এটা একটা নিশ্চয়ই মোটরবাইকের সম্পর্কে যেটা বলা হয়েছে সেখানে এখন স্পিডগান, সিসিটিভি বসানো হবে।

সেগুলো স্থাপনের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
পদ্মা সেতুর নাট-বল্টু খোলা প্রসঙ্গে তিনি বলেন, একজন নেত্রী যিনি এতিমের টাকা আত্মসাতের জন্য কারাবরণ করে আছেন, তিনি নিজেই বলেছেন পদ্মা সেতুতে কেউ যাবেন না ভেঙে পড়বে। এটার নাট-বল্টু জোড়াতালির। জোড়াতালির রাজনীতি তো সেরকমই। যারা ফলোয়ার আছে তারা তো এটাকে সত্যই মনে করবেন। গলা থেকে একজন নারীর অলংকার ছিনতাই যেমন এটিও তেমন জিনিসই।

পদ্মা সেতু চালুর পর লঞ্চে যাত্রী কমে যাওয়ায় লঞ্চ মালিকদের হতাশা প্রসঙ্গে তিনি বলেন, তিন দিনেই হতাশা হলে তো হবে না। আমরা তো আশাবাদী। ১০ হাজার কিলোমিটার নৌপথ কেন তৈরি করছি? এটার চাহিদা আছে বলেই করছি। সে জন্য আমাদের শত শত কোটি টাকা ব্যয় করতে হচ্ছে, আমরা তো লক্ষ্য নিয়েই আছি। আমরা তো অপরিকল্পিত দেশ পরিচালনা করছি না। অপ্রয়োজনীয় কিছু প্রধানমন্ত্রী করছেন না। আমি মনে করি, লঞ্চযাত্রা সামনে মানুষ আরো উপভোগ করবেন।

এর আগে গত শনিবার পদ্মা সেতু উদ্বোধনের পর রবিবার সকাল ৬টায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। ফলে সেতুতে উঠতে ভোরেই শুরু হয় লাইন। সেতুতে ওঠার দলে সংখ্যায় সব চেয়ে বেশি ছিল মোটরসাইকেল। ১০০ টাকা টোল দিয়ে সেতুতে উঠে বাইকারদের অনেকেই নিয়ম না মেনে হুল্লোড়ে মাতেন। সন্ধ্যায় সেতুতে মোটরসাইকেলে চড়ে মোবাইলে ভিডিও করার সময় দুর্ঘটনায় পড়ে দুই যুবক মারা যান। তারপর সেতুতে মোটরসাইকেল ওঠা নিষিদ্ধ করে সেতু বিভাগ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat