বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তির জন্য মূল ভর্তি পরীক্ষা গতকাল শনিবার বুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষা প্রকৌশল বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য ‘মডিউল-এ’ এবং প্রকৌশল বিভাগগুলো, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগের জন্য ‘মডিউল-বি’ এই দুই শিফটে অনুষ্ঠিত হয়। ‘মডিউল-এ’ সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং ‘মডিউল-বি’ দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
রেকর্ডসংখ্যক পরীক্ষার্থীর উপস্থিতিতে এই মূল ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
বেশির ভাগ হলেই শতভাগ পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। সকালের মডিউল-এ-তে উপস্থিতির হার ছিল ৯৯.৭৫ শতাংশ এবং বিকালে মডিউল-বি-তে উপস্থিতির হার ছিল প্রায় ৯১.৮৯ শতাংশ।
করোনা মহামারির কারণে বুয়েটের ভর্তি পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে প্রাক-নির্বাচনী ও মূল ভর্তি পরীক্ষার মাধ্যমে দুই ধাপে অনুষ্ঠিত হয়। আবেদন করা শিক্ষার্থীদের মধ্য থেকে ১৭ হাজার ৩৪ শিক্ষার্থী প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফলের মেধাক্রম অনুসারে দুই শিফটে মোট ছয় হাজার ৮৮ শিক্ষার্থী মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হন। এর মধ্যে ছেলে পরীক্ষার্থী চার হাজার ৬৩২ জন এবং মেয়ে পরীক্ষার্থী এক হাজার ৪৫৬ জন।
এবারের ভর্তি পরীক্ষায় পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট তিনটি ও স্থাপত্য বিভাগে একটি সংরক্ষিত আসনসহ সর্বমোট এক হাজার ২৭৯টি আসন রয়েছে।
ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশের সর্বশেষ তারিখ আগামী ৬ জুলাই।
এ জাতীয় আরো খবর..