×
  • প্রকাশিত : ২০২২-০৬-০২
  • ৬৭ বার পঠিত
ইউক্রেনকে অত্যাধুনিক প্রযুক্তির রকেট-ব্যবস্থা এবং যুদ্ধাস্ত্র সরবরাহ করতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই রকেটের সাহায্যে অনেক দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানা যায়। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে রাশিয়া। 

রাশিয়া সতর্ক করেছে, এমন পদক্ষেপ দেশ দুইটির মধ্যে সরাসরি সংঘাতের ঝুঁকি বাড়াবে। বুধবার (১ জুন) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরএইএ নভোস্তিকে বলেন, ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তাকে মস্কো 'অত্যন্ত নেতিবাচক' হিসেবে  দেখে, বিশেষ করে কিয়েভকে ওয়াশিংটনের হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (দীর্ঘ পাল্লার রকেট ছুড়তে সক্ষম) সরবরাহের পরিকল্পনা। 

এদিকে বাইডেন জানিয়েছেন, তারা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করবে না।

বাইডেন লিখেছেন, পুতিনের সঙ্গে আমি যতটা দ্বিমত পোষণ করি... যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করবে না। যতক্ষণ পর্যন্ত না যুক্তরাষ্ট্র বা আমাদের মিত্রদের আক্রমণের শিকার না হয়, ততক্ষণ আমরা এই সংঘর্ষে সরাসরি জড়িত হবো না। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat