×
  • প্রকাশিত : ২০২২-০৮-০৬
  • ১৫০ বার পঠিত
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিয়া অধ্যুষিত এলাকায় শুক্রবার এক প্রাণঘাতী হামলায় অন্তত আট জন নিহত ও ১৮ জন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।

আইএস এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার কাবুলের পশ্চিমাংশে চালানো এ হামলায় ২০ জন নিহত ও আহত হয়েছে।

পুলিশ জানিয়েছে, জনাকীর্ণ একটি এলাকায় হামলাটি চালানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিস্ফোরণ স্থল বলে দেখানো একটি স্থানে আহতদের সাহায্য করার জন্য লোকজনকে জড়ো হতে দেখা গেছে।

তালেবানের এক ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে বের হয়েছে যে বিস্ফোরকগুলো একটি সবজির গাড়িতে লুকানো ছিল, বিস্ফোরণে নারী ও শিশুসহ ৫০ জনেরও বেশি হতাহত হয়েছে।

মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে কারণ আহত অধিকাংশ লোকেরই আঘাত অত্যন্ত মারাত্মক বলেন তিনি

আইএসের আফগানিস্তান শাখা ২০১৪ সাল থেকে সেখানে তৎপরতা চালিয়ে আসছে। তালেবান গত বছরের অগাস্টে ক্ষমতা নেওয়ার পর থেকে আইএসকেই দেশটির সবচেয়ে গুরুতর নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat