×
  • প্রকাশিত : ২০২৪-০৮-০৬
  • ৮০ বার পঠিত
দীর্ঘদিন বন্ধের পর খুলে দেওয়া হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। গতকাল সোমবার আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার থেকে সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানান।

এই নির্দেশে খুলে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সঙ্গে খুলে দেওয়া হয়েছে হলগুলো।

তবে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী উঠানোর নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ নির্দেশনা প্রকাশ করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের আবাসিক হলে ও হোস্টেলে ‍উঠানো হবে। মেয়াদোত্তীর্ণ অথবা নানা কারণে ছাত্রত্ব নেই, মাস্টার্স চূড়ান্ত পরীক্ষা শেষ করেছে অথবা স্নাতক সম্মান পাস করেছে কিন্তু নিয়মিত ব্যাচের সঙ্গে মাস্টার্সে ভর্তি হননি—এমন শিক্ষার্থী হলে বা হোস্টেলে উঠতে পারবেন না।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত ১৬ জুলাই মধ্যরাতে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। পরদিন বিশ্ববিদ্যালয় প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে হল ছাড়ার নির্দেশ দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat