×
  • প্রকাশিত : ২০২৪-০৮-০৬
  • ৫৫ বার পঠিত
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত জুলাই মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৭৯ কোটি ৬৮ লক্ষ ৯৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে। মঙ্গলবার (৬ জুলাই) বর্ডার গার্ড বাংলাদেশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ১৬ কেজি ২২৮ গ্রাম স্বর্ণ, ৪৩ কেজি ৪২৫ গ্রাম রূপা, ২ কেজি ৪৬৬ গ্রাম সাপের বিষ, ২,৫৬,৯৮০টি কসমেটিক্স সামগ্রী, ১,৬৪৩টি ইমিটেশন গহনা, ১৮,৩৪১টি শাড়ী, ৯,৯০৫টি তৈরী পোশাক, ১,৪২৮ ঘনফুট কাঠ, ১,৬৪৮ কেজি চা পাতা, ১,৪০,৮২০ কেজি কয়লা, ৩২৩ ঘনফুট পাথর, ১টি কষ্টি পাথরের মূর্তি, ১৪টি ট্রাক, ৩টি পিকআপ, ৭টি প্রাইভেটকার, ৩টি কাভার্ড ভ্যান, ১টি বাস, ৪টি ট্রাক্টর, ২২৯টি নৌকা, ৪৫টি সিএনজি, ৮৪টি মোটরসাইকেল এবং ১১টি বাইসাইকেল। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি।

এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ৪,৯৭,৫৮৪ পিস ইয়াবা, ৬ কেজি ৬০৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১২ কেজি ৯৯৭ গ্রাম হেরোইন, ১৭ হাজার ৪৮ বোতল ফেনসিডিল, ২২,৪২১ বোতল বিদেশী মদ, ৬৬২ লিটার বাংলা মদ, ৫২৫ ক্যান বিয়ার, ১,৩৬০ কেজি গাঁজা, ৬২,৬০৭টি নেশাজাতীয় ট্যাবলেট, ২২৫৯ বোতল ইস্কাফ সিরাপ, ৫ কেজি ৬৬৭ গ্রাম কোকেন, ১,২৪৩ বোতল এমকেডিল, ৬,২৯,৯০৬টি বিভিন্ন প্রকার ওষুধ, ৬১৮ পিস এ্যানেগ্রা, ২৩ বোতল এলএসডি এবং ১৫,৩২,৪২০ অন্যান্য ট্যাবলেট। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৮২ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৯৪ জন বাংলাদেশী নাগরিক, ৪ জন ভারতীয় নাগরিক এবং ১২৫১ জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat