×
  • প্রকাশিত : ২০২৪-০৮-০৬
  • ৬৩ বার পঠিত
আজ থেকে স্বাভাবিক সময়সূচিতে ফিরেছে ব্যাংক। স্বাভাবিক নিয়মে কর্মকর্তারা গ্রাহকদের সকাল ১০টা থেকে ব্যাংকগুলোতে সেবা প্রদান করছেন। 

গতকাল সোমবার (৫ আগস্ট) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) জারি হওয়া নির্দেশনা অনুযায়ী আজ মঙ্গলবার (৬ আগস্ট) থেকেই ব্যাংকিং কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক।

তিনি বলেন, গতকাল সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) জারি হওয়া নির্দেশনা অনুযায়ী আমরা সবাই ব্যাংকে যাব।

তিনি আরো বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলোতে লেনদেন চলবে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী। অর্থাৎ লেনদেন হবে আজ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। তবে ব্যাংক দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য খোলা থাকবে ৬টা পর্যন্ত।

এর আগে গত রবিবার (৪ আগস্ট) ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সদ্যবিদায়ী সরকার নির্বাহী আদেশে সোমবার থেকে বুধবার (৫ থেকে ৭ আগস্ট) তিন দিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat