×
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৬
  • ৭৭ বার পঠিত
গাজীপুরে ঢাকা-রাজশাহী রেলপথ অবরোধ করেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে প্রথমে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে ঢাকা-শিমুলতলী সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। পরে পাশের ঢাকা-রাজশাহী রেললাইনেও অবস্থান নেন তারা। এ সময় ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস আটকা পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীরা মিছিল নিয়ে শিববাড়ী মোড় হয়ে চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, কাজী আজিমউদ্দিন কলেজসহ আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী ডুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে মহাসড়ক অবরোধ করেন। এতে ওই দুই মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

সূত্রটি আরো জানায়, আন্দোলনের এক পর্যায়ে চান্দনা চৌরাস্তায় ছাত্রলীগের একটি মিছিল থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ধাওয়া করে। আন্দোলনরত শিক্ষার্থীরা পাল্টা ধাওয়া দিলে ছাত্রলীগ নেতাকর্মীরা পালিয়ে যান। 

এদিকে বিকল্প ব্যবস্থায় মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর ছেড়ে গেলেও বিকেল ৪টা থেকে গাজীপুর হয়ে চলাচলকারী সব রুটের ট্রেন এবং সড়ক পথে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat