×
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৪
  • ৬৫ বার পঠিত
‘পার্শ্ববর্তী দেশ থেকে দেশে মাদক ঢুকছে। মিয়ানমারকে আমরা বলেছি। তারা আশ্বস্তও করেছিল, কিন্তু এখনও কিছুই করেনি। তাদের দেশে বর্তমানে যুদ্ধ চলছে।

আশা করছি যুদ্ধ থামলেই তারা এই বিষয়ে কার্যকরী ভূমিকা রাখবে।’
রবিবার (১৪ জুলাই) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৪’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাদকের ক্ষতিকর দিকগুলো বিবেচনায় নিয়ে এর চাহিদা ও ক্ষতি হ্রাসের জন্য বিশ্বের সঙ্গে তিন অধ্যায় নিয়ে কাজ চলছে। আমরা নিয়মিত মিয়ানমার পুলিশের হেড অব ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনা করছি।

ভারতের নার্কোটিক্স ডিপার্টমেন্টের চিফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কীভাবে এটা নিয়ন্ত্রণ করা যায় সেটি নিয়ে কাজ করা হচ্ছে।’ 
তিনি বলেন, ‘আমরা বাংলাদেশ কোনো মাদকের উৎপাদন করি না। তবে ভৌগোলিক কারণে গোল্ডেন ট্রাইঅ্যাঙ্গেলের বা গোল্ডেন ক্রিসেন্ট বলে মাদকের বলয়ের ভেতরে বা পাশে বলেই আমরা এর প্রভাবটি খুব বেশি মোকাবেলা করে আসছি।

এক গবেষণা প্রতিবেদনে পাওয়া তথ্যের উদ্ধৃতি দিয়ে অনুষ্ঠানে প্রফেসর অরূপ রতন চৌধুরী বলেন,  ‘দেশে বর্তমানে প্রায় ১ কোটি লোক মাদকাসক্ত।’ 
এই তথ্যের পরিপ্রেক্ষিতে স্বরাষ্টমন্ত্রী বলেন, ‘তার বক্তব্যের সঠিক তথ্য আমার কাছে নেই। তবে তিনি যখন বলেছেন, তিনি রিসার্চ করেছেন। হতে পারে ১ কোটি মাদকাসক্ত। আমরা মনে করেছিলাম ৮০ লাখ।

হয়তো সংখ্যা বাড়তেও পারে। তবে যাই হোক এটি একটি ভয়ঙ্কর সংখ্যা। তবে যাতে মাদক আমাদের দেশে না আসে সেজন্য আমরা কথা বলছি। তাদের কার্যকর ভূমিকা এখনও দেখছি না।’
 
তিনি আরো বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমরা কাজ করছি। এর চাহিদা কমাতে ও মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে কাজ করছি। এজন্য বাচ্চাদের মধ্যে ছবি অংকন প্রতিযোগিতা করা হয়েছে। যাতে শিশুদের মধ্যে প্রথমে মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে ওঠে।’
মাদকের কুফল প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা নিশ্চয়ই ভুলে যাননি কলেজ পড়ুয়া মেয়ে ঐশীর কথা। ঐশী মাদকের আগ্রাসনে পড়ে তার বাবা-মাকে হত্যা করেছে। কতখানি মাদকাসক্ত হলে সে এই কাণ্ডটি করতে পারে! সেটি অনুমান করা যায়।’
 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) খোন্দকার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমেদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সিনিয়র সচিব মো. মশিউর রহমান। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat