করোনায় আক্রান্ত হয়েছেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। শুক্রবার (১২ জুলাই) অক্ষয়ের কোভিড আক্রান্ত হওয়ার খবরটি প্রকাশ্যে আসে। এদিনই সিনেমা হলে মুক্তি পেয়েছে অভিনেতার নতুন চলচ্চিত্র ‘সারফিরা।’ তবে উচ্চ প্রত্যাশা থাকলেও বক্স অফিসে বেশ ঢিলেঢালা শুরুই করেছে অক্ষয়ের সিনেমাটি।
বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, মুক্তির প্রথম দিন ভারতে মাত্র ২.৫০ কোটি রুপি আয় করেছে এটি। শুক্রবার মাত্র ১৩ শতাংশ দর্শক আসনসংখ্যা পূরণ করতে পেরেছে এটি, যা অক্ষয়ের জন্য বেশ হতাশারই বলা যায়।
এদিকে একের পর এক সিনেমা ফ্লপ হওয়ায় ক্যারিয়ারে বেশ চাপের মুখে পড়েছেন বলিউড খিলাড়ি। এবার সারফিরা ঘিরে প্রত্যাশা রেখেছিলেন অনেক।
এটি ২০২০ সালের জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ‘সুরারাই পোট্রু’র হিন্দি রিমেক। সিনেমাটি পরিচালনা করেছেন মুল সিনেমার পরিচালক সুধা কোঙ্গারা নিজেই। এতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে অভিনেতা সুরিয়াকেও। তবে প্রথম দিন বক্স অফিসের শুরুটা বেশ হতাশাজনক, যা চিন্তায় ফেলছে নির্মাতাদের।
অক্ষয়ের সর্বশেষ সিনেমা ‘বাড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ এই বছরের শুরুতে উদ্বোধনী দিনে ১৫.৬৫ কোটি টাকা ঘরে তুললেও বক্স অফিসে শেষ পর্যন্ত বাজেভাবে ফ্লপ হয়। তাই সারফিরাকে ঘিরে অক্ষয় ভক্তদেরও আগ্রহ ছিল বেশি। এই মুহূর্তে বক্স অফিসে চলছে প্রভাসের ‘কল্কি’ ও কমল হাসানের ‘ইন্ডিয়ান ২’। তাই হিট হতে বেশ কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়েই যেতে হবে সারফিরাকে। অক্ষয়ের সর্বশেষ হিট চলচ্চিত্র ‘ও মাই গড ২’, যা ২০২৩ সালে মুক্তি পেয়েছিল।
ভারতে ১৭৮ কোটি আয় করেছিল সিনেমাটি। এর আগে ও পরে আর হিটের মুখ দেখেননি অক্ষয়।
এভিয়েশন ইন্ডাস্ট্রি নিয়ে তৈরি ‘সারফিরা’-তে আরো অভিনয় করেছেন পরেশ রাওয়াল, রাধিকা মদন এবং সীমা বিশ্বাস। এটি প্রযোজনা করেছে বিক্রম মালহোত্রার অ্যাবান্ডেন্টিয়া এন্টারটেইনমেন্ট, অক্ষয়ের কেপ অব গুড ফিল্মস এবং সুরিয়া ও জ্যোতিকার টুডি এন্টারটেইনমেন্ট।
এ জাতীয় আরো খবর..