চার দিনের দ্বিপক্ষীয় সফর শেষে আজ রাতেই চীন থেকে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিয়মিত সূচিতে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় রওনা দিয়ে দুপুরে ঢাকায় ফেরার কথা থাকলেও তিনি আজ রাতেই রওনা দিচ্ছেন।
গতকাল মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এ কথা জানিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর চীন সফরের সব আনুষ্ঠানিকতা অপরিবর্তিত রয়েছে, শুধু ১১ জুলাই সকালের পরিবর্তে আজ বুধবার রাতে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।
উল্লেখ্য, চীনের প্রিমিয়ার অব দ্য স্টেট কাউন্সিল লি ছিয়াংয়ের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বেলা ১১টায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটযোগে চীনের স্থানীয় সময় বিকেল ৬টায় বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনারসহ যথাযথ সম্মাননায় অভ্যর্থনা জানানো হয়।
এ জাতীয় আরো খবর..