×
  • প্রকাশিত : ২০২৪-০৭-১০
  • ৮৯ বার পঠিত
ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফাতেহ আলী খান। আগামী ২০ জুলাই তার গান গাওয়ার কথা রয়েছে। তার বাংলাদেশে গান গাওয়া বিষয়ে জানা গেছে বাই হেয়ার নাউ (বিএইচএন) নামের একটি ই কমার্স সাইটের অফিসিয়াল ফেসবুক পেজে।

সেখানে তারা পোস্ট করে জানিয়েছেন, ‘আগামী ২০ জুলাই ২০২৪-এ রাহাত ফাতেহ আলী খানের মায়াবী সুরে মুগ্ধ হতে চলে আসুন।

’ সঙ্গে কয়েক সেকেন্ডের ফাতেহ আলীর আগের পরিবেশনার একটি ভিডিও জুড়ে দেয়া হয়েছে। সঙ্গে যোগ করা হয়েছে ইভেন্ট লিঙ্কও।
ফেসবুকে পেজে দেয়া বিএইচএন এর মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে কাস্টমার ম্যানেজার ফয়সাল আহমেদ জনি কালের কন্ঠকে জানান, রাহাত ফাতেহ আলী খান আসছেন। যারা তার গান উপভোগ করতে চান তাদের প্রি রেজিস্টেশন করছেন এখন।

পরে তাদের টিকিট মূল্য ও ভেন্যু জানিয়ে দেয়া হবে।
উল্লেখ্য এর আগে গেল ৭ জুন বিএইচএন অর্জুন রামপালকে দিয়ে ফ্যাশন শোর আয়োজন করেছিল। এনেছিল সংগীতশিল্পী লাকী আলীকেও।

উল্লেখ্য, রাহাত ফাতেহ আলী খান পাকিস্তানের অন্যতম জনপ্রিয় এবং সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া গায়ক।

তিনি তার কাওয়ালি সঙ্গীত (সুফি ভক্তি সঙ্গীতের একটি রূপ) জন্য পরিচিত। তাঁর গাওয়া প্রথম বাংলা গান 'তোমার-ই নাম লেখা'।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat