চট্টগ্রামের বোয়ালখালীতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘর। মঙ্গলবার (৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের বক্কর চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় খতিজা বেগম (৫৫), সেলিম উদ্দিন (৪৫), মোরশেদুল আলম (৩৮), এরশাদুল আলম (৩৫), জামশেদুল আলম (৩২), মনজুর ইসলাম (২৮), আবদুল আওয়াল (৩৮), রবিউল হাসান (৩০), আবদুর রহিম (৩০) খানিজ ফাতেমা (৪৮) ও ইউসুপের (৬০) ঘর পুড়ে যায়।
স্থানীয়রা এক ঘণ্টা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ১১টি পরিবারের প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি স্থানীয়দের।
ক্ষতিগ্রস্ত খতিজা বেগম বলেন, ‘আমরা কেউ ঘর থেকে কিছুই বের করতে পারি নাই।
এক কাপড় নিয়ে বের হয়ে গেছি ঘর থেকে। মাথা গোঁজার ঠাঁই পর্যন্ত রইল না।’
বোয়ালখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, দুটি ইউনিট দেড় ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত।
এ জাতীয় আরো খবর..