×
  • প্রকাশিত : ২০২৪-০৭-০৭
  • ৭৩ বার পঠিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের শিশুরা আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর। তাই সব শিশুকে সেভাবেই প্রস্তুত করতে হবে। ছোটদের সুন্দর জীবন নিশ্চিত করাই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য। আর সেই লক্ষ্যে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে বলে জানান সরকারপ্রধান।

গতকাল শনিবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত ‘বঙ্গবন্ধু কর্নার’-এর উদ্বোধন করেন এবং ‘এসো বঙ্গবন্ধুকে জানি’ শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দুর্ভাগ্য পঁচাত্তরের পর ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছে। মানুষের জানা উচিত কিভাবে স্বাধীনতা পেলাম। স্বাধীনতার পর যে কাজগুলো হয়েছে, তা-ও নতুন প্রজন্মকে জানতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তোমাদের মাঝ থেকেই বের হয়ে আসবে আমার মতো প্রধানমন্ত্রী, মন্ত্রী, তোমরা বড় বড় জায়গায় যাবে, গবেষণা করবে, বিজ্ঞানী হবে। আর আমরা একসময় চাঁদেও যাব, কোনো চিন্তা নেই। কাজেই সবাইকে এখন থেকে সেভাবে প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে।’

শিশুরা যাতে ভবিষ্যতে চাঁদে যেতে পারে, সে জন্য জ্ঞান-বিজ্ঞান ও গবেষণায় উৎকর্ষ সাধনের মাধ্যমে নিজেদের যোগ্য করে তুলতে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহবান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা একদিন চাঁদে যাব। কাজেই এখন থেকেই সেভাবে তোমাদের প্রস্তুতি নিতে হবে।’
পরে টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধন শেষে মার্কেটটি ঘুরে দেখেন তিনি।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফাতেহা পাঠ করেন এবং মোনাজাতে অংশ নেন।

দুপুর দেড়টায় টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
এসব কর্মসূচিতে শেখ হেলাল উদ্দিন এমপি, শেখ সালাউদ্দিন জুয়েল এমপি, শেখ কবির হোসেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব শহীদুল্লাহ খন্দকার, জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল বেলী আফিফা, কাজী আকরাম উদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম সাহাবউদ্দিন আজম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাসার খায়ের, সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌরসভা মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে দুই দিনের সফরে গত শুক্রবার রাত ৮টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। এদিন টুঙ্গিপাড়ায় নিজ বাসভবনে তিনি রাত যাপন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat