×
  • প্রকাশিত : ২০২৪-০৭-০৬
  • ৫৭ বার পঠিত
ভারতের গুজরাট রাজ্যের সুরাটে ভেঙে পড়ল বহুতল ভবন। ছয়তলা বাড়িটি ভেঙে আহত হয়েছে অন্তত ১৫ জন। এখনো অনেকে আটকে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, সুরাটের সচিন পালি গ্রামে বহুতল ভবনটি ভেঙে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল বাহিনী। আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে। 

গণমাধ্যমটি আরো জানিয়েছে, কয়েক দিন ধরে ভারি বৃষ্টি চলছে সুরাটে।

দমকল বাহিনীর প্রাথমিক ধারণা, বৃষ্টির কারণে ভেঙে পড়েছে ভবনটি।
এদিকে ভবনটি ভেঙে পড়ার পর ঘটনাস্থলের কিছু ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, কংক্রিটের টুকরা ভেঙে আটকে পড়া মানুষদের উদ্ধার করা হচ্ছে। উদ্ধারকাজ তদারকি করছেন সুরাটের ডেপুটি মেয়র নরেন্দ্র পাটিলসহ পুলিশের শীর্ষ কর্মকর্তারা।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, ২০১৭ সালে তৈরি হয়েছিল বাড়িটি। এ ছাড়া সুরাটের পুলিশ কমিশনার অনুপম সিংহ গহলৌত জানান, ভবনটিতে ৩০টি ফ্ল্যাট ছিল। ভবন ধসে পড়ার পাঁচ মিনিট পর থানায় খবর দেওয়া হয়েছে। ধ্বংসস্তূপ থেকে এক নারীকে উদ্ধার করা হয়েছে। 
ভবনের দারোয়ান দাবি করেছেন, ধসের সময় ভেতরে বেশ কয়েকজন আটকে ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat