×
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৫
  • ৭০ বার পঠিত
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের শেষ ম্যাচে সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাটিং করে ১১৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। বাংলাদেশের ইনিংসের সময় বৃষ্টি হলে লক্ষ্য দাঁড়ায় ১৯ ওভারে ১১৪। জবাবে ব্যাট করতে নেমে ১০৫ রানে অলআউট হয় বাংলাদেশ। ৮ রানে ম্যাচ জিতে নেয় আফগানরা।

এ জয়ে সেমিফাইনালে উঠে গেল আফগানিস্তান।
মঙ্গলবার (২৫ জুন) টস জিতে আগে ব্যাট করতে নামা আফগানদের রানের গতি শুরু থেকেই ভালোভাবেই নিয়ন্ত্রণে রাখেন বাংলাদেশের বোলাররা। তবে আফগানিস্তানের ব্যাটারদের উইকেট নিতে পারেননি। ৫৯ রানে রিশাদ হোসেন ভাঙেন উদ্বোধনী জুটি।


 এরপর ৮৪ রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন ঘটান মোস্তাফিজুর রহমান। আউট হলেন আজমতউল্লাহ ওমরজাই। এরপর নিজের তৃতীয় ওভার বল করতে এসে এক ওভারেই নিলেন ২ উইকেট। ফেরালেন দুই মারকুটে ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ এবং গুলবাদিন নাইবকে।

 শেষদিকে রশিদ ২ ছক্কায় নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান তোলে আফগানিস্তান। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেছেন রহমানুল্লাহ গুরবাজ।
বাংলাদেশের হয়ে ২৬ রান দিয়ে ৩টি উইকেট নেন রিশাদ হোসেন। ১টি করে উইকেট নেন তাসকিন ও মুস্তাফিজ।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১৬ রানে তানজিদ তামিম এলবিডাব্লিউ হয়ে ফেরেন ফারুকির বলে।

পরের ওভারে পরপর দুই বলে শান্ত ও সাকিবকে আউট করে হ্যাটট্রিক সম্ভাবনা জাগান নাভিন উল হক। দলীয় ৪৮ রানে রশিদ খানের বলে বোল্ড হয়ে ফেরেন একাদশে জায়গা পাওয়া সৌম্য সরকার। সৌম্যর পর হৃদয়, মাহমুদউল্লাহ ও রিশাদকে ফেরান রশিদ খান। বৃষ্টির কারণে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৯ ওভারে ১১৪ রান। শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে ১০৫ রান করলে ৮ রানে হেরে যায় বাংলাদেশ। শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট করে লিটন দাস খেলেন অপরাজিত ৫৪ রানের ইনিংস।

রশিদ খানের শিকার ২৩ রান দিয়ে ৪ উইকেট। ৪ উইকেট নেন নাভিন। ফারুকি ও গুলবাদিন নাইবের শিকার ১টি করে উইকেট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat