×
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৩
  • ৭৪ বার পঠিত
জুনিয়র এএইচএফ কাপ হকিতে শিরোপা ধরে রাখল বাংলাদেশের যুবারা। সিঙ্গাপুরে আজ (রবিবার) ফাইনালে চীনকে হারিয়েছে ৪-২ গোলে। এতে চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে খেলবে বাংলাদেশ। 

ম্যাচে ২৭ মিনিটের মধ্যে তিন গোল করে নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ।

মোহাম্মদ হাসান দুটি ফিল্ড গোল এবং আমিরুল পেনাল্টি কর্নার থেকে এগিয়ে নেন লাল-সবুজের প্রতিনিধিদের। তৃতীয় কোয়ার্টারে অবশ্য ঘুরে দাঁড়ায় চীন। ৩৩ মিনিটে চীনের জিয়া লং ফিল্ড গোল করেন। আট মিনিট পর পেনাল্টি কর্নার থেকে চেন আরেকটি গোল করে ম্যাচ জমিয়ে তুলে।
 
তবে চতুর্থ কোয়ার্টারে বাজিমাত করেছে বাংলাদেশ। ৫৩ মিনিটে মোহাম্মদ জয় লক্ষ্যভেদ করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন।

একই টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরা রানার্স আপ হয়েছে। মেয়েরা ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সাত দলের মধ্যে দ্বিতীয় স্থান থেকে টুর্নামেন্ট শেষ করেছে।

শেষ ম্যাচে আজ তারা সিঙ্গাপুরকে হারিয়েছে ৭-১ ব্যবধানে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat