কথা আর কাজে মিল রাখতে পারেনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ঘোষণা ছিল, ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে কোরবানির বর্জ্য। কিন্তু এখনও দক্ষিণ সিটির বহু এলাকায় বর্জ্যের স্তূপ পড়ে আছে। যদিও মঙ্গলবার রাতে সিটি করপোরেশন থেকে দাবি করে, দক্ষিণের ৭৫টি ওয়ার্ডের শতভাগ বর্জ্য সরিয়ে ফেলেছেন তারা।
তবে বুধবার (১৯ জুন) সকালে দক্ষিণ সিটির ওয়ারি, দয়াগঞ্জ, ধোলাইখাল ও দক্ষিণ বনশ্রীসহ বেশকিছু এলাকাতে গিয়ে দেখা গেছে, বর্জ্য স্তুপ করে রাখা আছে, রাস্তার পাশে আজও। কোরবানির বর্জ্য অপসারিত না হওয়ায় দুর্গন্ধে টেকা দায় হয়ে পড়েছে সেখানকার বাসিন্দাদের।
একপাশে বংশাল, অন্যপাশে সুরিটোলা। দুই এলাকার মাঝ বরাবর মূল সড়ক। সেই সড়কের দু'ধারেই পড়ে আছে কোরবানির বর্জ্য। বংশাল দক্ষিণ সিটির ৬৯ নম্বর ওয়ার্ড আর সুরিটোলা ৩৪ নাম্বার ওয়ার্ড। মঙ্গলবার রাতে (১৮ জুন) দক্ষিণ সিটির পক্ষ থেকে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে দাবি করা হয়, ৬৯ নম্বর ওয়ার্ডটি শতভাগ বর্জ্যমুক্ত হয়েছে ওইদিন বিকেল সাড়ে ৫টায়। আর ৩৪ নম্বর ওয়ার্ড বর্জ্যমুক্ত হয় বিকেল ৩টায়। সিটি করপোরেশনের দাবি, বাকি ৭৩টি ওয়ার্ড রাত ১০টার আগেই শতভাগ বর্জ্যমুক্ত হয়েছে।
শুধু বর্জ্য অপসারণ নয়, কোরবানি করার স্থানে দেয়া হয়নি ব্লিচিং পাউডার। বৃষ্টির পর এ বর্জ্য ড্রেনে গিয়ে পড়লে জলাবদ্ধতার শঙ্কায় রয়েছে নগরবাসী।
নগরবাসীরা জানান, বর্জ্য না সরানোতে দুর্গন্ধ বের হচ্ছে। আবার পর্যাপ্ত পরিমাণে ব্লিচিং পাউডারও ছেটানো হয়নি। সিটি করপোরেশন থেকে বলা হয়েছে শতভাগ বর্জ্য সরানো হয়েছে। কিন্তু রাস্তার পড়ে আজও পড়ে আছে কোরবানির বর্জ্য। পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে। বাড়িঘরে ঠিকে থাকা যাচ্ছে না।
এদিকে অবশ্য আজও কোরবানি হয়েছে রাজধানীর অনেক স্থানে। বিশেষ করে পুরান ঢাকায় ঈদের তিন দিনই কোরবানি দেয়ার রেওয়াজ রয়েছে।
দক্ষিণ সিটির কর্মীরা জানান, তিন দিন ধরে কোরবানি দেয়াতে একই এলাকা থেকে দফায় দফায় বর্জ্য অপসারণ করতে হচ্ছে তাদের। বার বার একই কাজ করতে হচ্ছে তাদের।
নগরবাসী জানান, আজও কোরবানি হয়েছে সেটি সত্য, তবে তা সংখ্যায় খুবই কম।
প্রসঙ্গত: সোমবার (১৭ জুন) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানিয়েছিলেন, কোরবানির পশুর শতভাগ বর্জ্য ৩৪টি ওয়ার্ড থেকে অপসারণ করা হয়েছে। সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত শতভাগ বর্জ্য অপসারণ হওয়া ওয়ার্ডগুলো হলো- ১,৫, ৭, ৯, ১০, ১২, ১৩, ১৬, ১৭, ২০, ২৫, ২৭, ২৮, ৩০-৩২, ৩৫-৩৭, ৩৯, ৪৩, ৪৫, ৪৮, ৪৯, ৫২, ৫৪, ৫৬, ৫৭, ৬৯, ৭০-৭৩, ৭৫। আর একইদিন দুপুরে দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছিলেন, বর্জ্য অপসারণে ২৪ ঘণ্টার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তার অনেক আগেই অপসারণ সম্ভব হবে।
এ জাতীয় আরো খবর..